Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শিল্পকে মেনে নিতে হবে, রাষ্ট্র ব্যান করবে’, ‘হুব্বা’র পরিচালক ব্রাত্য বসু

Bratya Basu on Hubba: মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর পরিচালনায় তৈরি ছবি 'হুব্বা'। বাম আমলের বাঙালি গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি (আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের লেখা সত্য ঘটনা অবলম্বনে লেখা কাহিনির উপর ভিত্তি করে)। যে ছবিতে ব্রাত্য হুব্বার চরিত্রে কাস্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে।

‘শিল্পকে মেনে নিতে হবে, রাষ্ট্র ব্যান করবে’, ‘হুব্বা’র পরিচালক ব্রাত্য বসু
ব্রাত্য বসু।
Follow Us:
| Updated on: Jan 31, 2024 | 12:17 PM

ছবি মুক্তির ১০দিন পেরিয়ে যাওয়ার পর TV9 বাংলার মুখোমুখি হয়েছেন ব্রাত্য বসু। নাট্যব্যক্তি ব্রাত্যর সিনেমার পর্দায় ফের যাত্রা ‘ডিকশনারি’ মুক্তির পর…

TV9 বাংলা: ‘ডিকশনারি’ আপনার ছবি। আবার ‘হুব্বা’ও আপনারই ছবি। ‘হুব্বা’ শব্দটা ‘ডিকশনারি’তে নেই। কিন্তু আপনার কাছে এই শব্দের অর্থ কী?

ব্রাত্য বসু: ‘হুব্বা’ একটি লোকজ শব্দ। আমার কাছে এর অর্থ ডাফার। আকাট। গোঁয়ার গোবিন্দ।

TV9 বাংলা: বাম আমলের এক দুষ্কৃতীকে নিয়ে কেন ছবি করার কথা ভাবলেন?

ব্রাত্য বসু: দুষ্কৃতী কোনও নির্দিষ্ট আমলে থাকে না। সব আমলেই এঁরা থাকে। এর আগেও আমি গ্যাংস্টার ছবি তৈরি করেছি। গ্যাংস্টার ছবির প্রতি আমার আকর্ষণ বরাবরের। সেই জন্যই ‘হুব্বা’র কাহিনি বেছে নেওয়া।

TV9 বাংলা: দুষ্কৃতীরা কিংবা দুষ্কতীদের নাম পপুলার কালচারে কীভাবে ধীরে-ধীরে ‘ব্র্যান্ড’ হয়ে ওঠে?

ব্রাত্য বসু: আমরা হাজি মস্তানকে দেখতে পেয়েছিলাম ‘দিওয়ার’-এর মতো হিন্দি ছবিতে। দাউদকে দেখা গিয়েছে ‘ডি-কোম্পানি’তে। ‘ব্ল্যাক ফ্রাইডে’তেও দাউদ এসেছেন। ফলে মেইনস্ট্রিম ছবিতে বরাবরই গ্যাংস্টারেরা এসেছেন।

TV9 বাংলা: রাজনীতির সঙ্গে ‘হুব্বা’দের সম্পর্ক দীর্ঘদিনের। শাসন কতটা জরুরি?

ব্রাত্য বসু: রাজনৈতিক দলেরা খুব একটা শাসন করতে পরে না ‘হুব্বা’দের। রাজনীতির দলের লোকেরা এদের দিয়ে কিছু কাজ করায়। আবার মাথা থেকে হাত তুলেও নেয়। ‘হুব্বা’তে তাই দেখানো হয়।

TV9 বাংলা: এই ধরনের ছবিতে পুলিশের ভূমিকা কতখানি গ্লোরিফাই করা হয় এবং প্রয়োজন?

ব্রাত্য বসু: পুলিশদের খুবই গ্লোরিফাই করা হয়। ‘কোম্পানি’ ছবিতে মোহনলালকে গ্লোরিফাই করা হয়েছিল। ‘জনি গদ্দার’-এও তো তাই। কারণ, পুলিশের উপর মানুষ ভরসা রাখে। বাস্তবেও তো ভরসা রাখে।

TV9 বাংলা: মোশারাফ করিমকেই কেন কাস্ট করলেন, এপারের কোনও অভিনেতার কী পর্দায় হুব্বা হয়ে ওঠা সম্ভব ছিল না?

ব্রাত্য বসু: আমি রজতাভ দত্তর মতো অভিনেতার সঙ্গে কাজ করেছি আগেই। তিনিও আমার ছবিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। সব ছবিতে তাঁকেই নিতে হবে, তাঁর কী মানে আছে? তাই মোশারফকে এই ছবিতে নিয়েছি। তিনি ভার্সেটাইল অভিনেতা। আমরা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি।

TV9 বাংলা: বাম আমলে আপনার পরিচালিত নাটক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যুগে-যুগে বিভিন্ন রাজনৈতিক দল শিল্পকলা, নাটক, সিনেমার উপরে ‘ব্যান’ বা নিষেধাজ্ঞা নিয়ে আসে। এ ব্যাপারে কী মত?

ব্রাত্য বসু: এমন বহুবার হয়েছে। প্রতিরোধও হয়েছে। শিল্পকে মেনে নিতে হবে। রাষ্ট্র ব্যান করবে।