ছোটবেলায় রূপাঞ্জনা নাকি ছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের মতো; ‘দাদাগিরি’র মঞ্চে কে বললেন এ কথা?
Rupanjana Mitra: দক্ষিণ কলকাতার একটি নামী ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তেন রূপাঞ্জনা। সেই স্কুলেরই লাগোয়া বহুতলে রূপাঞ্জনার বাবা-মা থেকেন। সেই বহুতলেই ছোটবেলা কেটেছে রূপাঞ্জনার। বাড়িতে গান-বাজনার আবহাওয়া শুরু থেকেই। রিলসে নিজের বাবা-মায়ের বাড়িতে প্রায়ই ফিরে-ফিরে যেতেন রূপাঞ্জনা। মায়ের ইচ্ছাতেই জীবন পাল্টে যায় অভিনেত্রীর।

‘দাদাগিরি’ খেলতে এসেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তাঁর সঙ্গে গেম শো খেলতে এসেছিলেন তাঁর প্রিয় বান্ধবী অভিনেত্রী দেবলীনা দত্তও। এই মুহূর্তে রূপাঞ্জনা অভিনয় করছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। দীপার শাশুড়ি ও সূর্যের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ছেলে রিয়ানকে নিয়ে ‘দাদাগিরি’তে খেলতে এসেছিলেন রূপাঞ্জনা।
নিজের কেরিয়ার নিয়ে সৌরভকে নানা কথা বলেছিলেন রূপাঞ্জনা। কেন তিনি এই অভিনয় পেশায় এসেছিলেন, সেই বিষয়ে খোলসা করে বলেছিলেন অভিনেত্রী। মায়ের ইচ্ছার কারণেই অভিনয়কে আপন করে নিয়েছিলেন রূপাঞ্জনা। সেই জন্য়ই অভিনয় করতে এসেছেন তিনি। ফলে বরাবরই পরিবার থেকে অভিনয় আসা নিয়ে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হননি।
দক্ষিণ কলকাতার একটি নামী ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তেন রূপাঞ্জনা। সেই স্কুলেরই লাগোয়া বহুতলে রূপাঞ্জনার বাবা-মা থেকেন। সেই বহুতলেই ছোটবেলা কেটেছে রূপাঞ্জনার। বাড়িতে গান-বাজনার আবহাওয়া শুরু থেকেই। রিলসে নিজের বাবা-মায়ের বাড়িতে প্রায়ই ফিরে-ফিরে যেতেন রূপাঞ্জনা।
‘দাদাগিরি’তে এসে রূপাঞ্জনার বান্ধবী দেবলীনা কথার মাঝে ঢুকে পড়েন। জানান, রূপাঞ্জনা যখন টালিগঞ্জে কাজ করতে শুরু করেন, তাঁকে দেখতে ছিল রাই সুন্দরীর মতো। তিনিই নাকি ছিলেন টলিপাড়ার ঐশ্বর্য রাই বচ্চন। এ কথা শুনে সৌরভও স্মাইল করেছেন।





