Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতিশোধের আগুনে জ্বলে এক পরিচালকের সঙ্গে কী করেছিলেন সৌরভ?

Sourav Das: একটি সিনেমা থেকে ডাক আসে তাঁর। সেই ছবিতে ছিলেন যিশু সেনগুপ্তও। ৩০ মিনিটের চরিত্র ছিল সৌরভের। একটি রেডিয়োর অফিসে ছিল শুটিং। শুটিংয়ের দিন জানতে পারেন তাঁকে আর লাগছে না। পরিচালক এসে তাঁকে বলেছিলেন, "তুমি চলে যাও, তোমাকে এবার আর লাগবে না।"

প্রতিশোধের আগুনে জ্বলে এক পরিচালকের সঙ্গে কী করেছিলেন সৌরভ?
Follow Us:
| Updated on: Jan 31, 2024 | 9:19 AM

সৌরভ দাস। সদ্য বিয়ে করেছেন প্রেমিকা এবং অভিনেত্রী দর্শনা বণিককে। বিয়ের কিছু বছর আগে এবং বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে সৌরভ-দর্শনা। জনপ্রিয় এই অভিনেতা ওটিটি প্লাটফর্মে অভিনয় করে রাতারাতি বাংলার ওটিটির অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। ‘চরিত্রহীন’ থেকে শুরু করে ‘মন্টু পাইলট’, সৌরভ নিউ এজ তারকাদের অন্যতম। তাঁর বর্ণময় প্রেমজীবন। তবে আপাতত তিনি বিয়ে করে থিতু হয়েছেন। সংসারী হয়েছেন। সৌরভের অভিনয় আসা এক সিনেম্যাটিক গল্প।

লেখাপড়ায় একেবারে মন ছিল না অভিনেতা সৌরভ দাসের। তাঁর মায়ের খুব চিন্তা ছিল ছেলেকে নিয়ে। ড্রাইভিংয়ে ভর্তি করে দিয়েছিলেন তাঁর বাবা- মা। কিন্তু মা বুঝতে পেরেছিলেন অভিনেতার মধ্যে অভিনয় সত্ত্বা রয়েছে। তাঁকে থিয়েটার ওয়ার্কশপে যোগদান করতে উৎসাহী করেছিলেন। অল্প দিনের মাথাতেই অভিনয়কে ভালোবেসে ফেলেছিলেন সৌরভ। মায়ের মন ঠিক বুঝেছিল ছেলে কী চায়। দিনরাত ওয়ার্কশপেই পড়ে থাকতেন সৌরভ। তারপর সেখান থেকে একদিন সিনেমায় ডাক পান। অসম্ভব পরিশ্রম করতেন পরিচিতি তৈরি করার জন্য।

একটি সিনেমা থেকে ডাক আসে তাঁর। সেই ছবিতে ছিলেন যিশু সেনগুপ্তও। ৩০ মিনিটের চরিত্র ছিল সৌরভের। একটি রেডিয়োর অফিসে ছিল শুটিং। শুটিংয়ের দিন জানতে পারেন তাঁকে আর লাগছে না। পরিচালক এসে তাঁকে বলেছিলেন, “তুমি চলে যাও, তোমাকে এবার আর লাগবে না।”

মন ভেঙে গিয়েছিল সৌরভের। মনের মধ্যে জ্বলেছিল প্রতিশোধের আগুন। নিজেকে আরও বেশি প্রমাণ করতে আগ্রহী হয়ে উঠেছিলেন তিনি। তারপরেই আসে সেই সুবর্ণ সুযোগ। পরপর বেশকিছু ওয়েব সিরিজ়ে কাজ করেন অভিনেতা। যে পরিচালক তাঁকে নাকচ করেছিলেন, তিনি পরবর্তীতে অভিনেতার প্রশংসা করে তাঁকে চরিত্রের অফার দিয়েছিলেন। কোনও দিক না ভেবেই সৌরভ সেই পরিচালককে ফিরিয়ে দিয়েছিলেন লহমায়।