Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্লাসে প্রত্যেকটি সাবজেক্টে ফেল করেন বিবৃতি, দিয়েছিলেন অদ্ভুত সাফাই…

Bibriti Chatterjee: ছোটবেলায় খুবই দুষ্টু ছিলেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। সেই কথা জানিয়েছিলেন এক গেম শো-এ এসে। বলেছিলেন যে, ক্লাসে সব সাবজেক্টে ফেল করেছিলেন তিনি। এবং বকুনি থেকে বাঁচার জন্য অদ্ভুত সাফাইও দিয়েছিলেন তিনি। জানেন কী সেই সাফাই।

ক্লাসে প্রত্যেকটি সাবজেক্টে ফেল করেন বিবৃতি, দিয়েছিলেন অদ্ভুত সাফাই...
বিবৃতি চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Jul 15, 2024 | 2:11 PM

অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘ভটভটি’তে জলকন্যার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তিনিই ছিলেন ছবির নায়িকা। ছবিতে অভিনয় করতে গিয়ে নায়ক ঋষভ বসুর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল বিবৃতির। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তথাগতর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। তথাগতর সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর স্ত্রী অভিনেত্রী দেবলীনা দত্তর। তবে নিজের ব্যক্তিজীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন বিবৃতি। যদিও একটি জনপ্রিয় গেম শো-এ এসে ছোটবেলার কথা শেয়ার করেছিলেন অভিনেত্রী। ব্যক্ত করেছিলেন তাঁর দুষ্টুমির কথা।

গেম শো-এর নাম ‘দিদি নম্বর ওয়ান’। শোয়ের সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (তিনি এখন হুগলীর সাংসদও)। তিনি জানতে পেরেছিলেন স্কুল জীবনে খুবই দুষ্টু ছিলেন বিবৃতি। একবার কোনও এক ক্লাসে প্রত্যেকটি সাবজেক্টে ফেল করেছিলেন তিনি। রিপোর্ট কার্ড লালে লাল! ফেল করা নম্বরগুলো লেখা ছিল বড়-বড় করে। বাড়ি ফিরে বিবৃতি বকুনি থেকে বাঁচার জন্য বলেছিলেন যে, ওটাই নাকি পাশ নম্বর। ওভাবেই নাকি লেখা হয়। কথাটা শুনে হো হো করে হাসতে শুরু করেছিলেন রচনা।

জীবনের অনেকটা সময় রাজস্থানের রানিক্ষেতে কাটিয়েছেন বিবৃতি। ফলে তাঁর বাংলা বলতেও কষ্ট হয়। রাজস্থান থেকে কলকাতায় ফিরে তিনি অভিনয় করেছেন টলি ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি কাজ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভজিৎ মিত্রর ছবি ‘দেবী চৌধুরানী’তেও।