Dipankar Dey Hospitalised: গুরুতর অসুস্থ অভিনেতা দীপঙ্কর দে; হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়েছে মধ্যরাতে, জানালেন স্ত্রী অভিনেত্রী দোলন রায়

Dipankar Dey Hospitalised: মধ্যরাতে TV9 বাংলাকে দোলন রায় বলেছেন, "আর স্বামী অভিনেতা দীপঙ্কর দে'কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতক্ষণ হাসপাতালেই ছিলাম। এই সবে বাড়িতে ঢুকেছি। সুগার ফল করেছিল হঠাৎই। প্রচণ্ড ঘামতে শুরু করেছিলেন। পুরো ভিজে গিয়েছিলেন। শরীর খারাপ হতে শুরু করেছিল। তাই আর বাড়িতে রাখা ঠিক মনে করিনি।"

Dipankar Dey Hospitalised: গুরুতর অসুস্থ অভিনেতা দীপঙ্কর দে; হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়েছে মধ্যরাতে, জানালেন স্ত্রী অভিনেত্রী দোলন রায়
দীপঙ্কর দে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 10:56 AM

গুরুতর অসুস্থ। বাইপাস সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলা বিনোদন জগতের প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে’কে। প্রথমেই তাঁকে ভর্তি করানো হয়েছে আইসিইউতে। শুক্রবার গভীর রাতে কলকাতায় নিজের বাসভবনেই আচমকা অসুস্থ হয়ে পড়েন দীর্ঘদিন থেকে ডায়াবিটিজ়ে ভুগতে থাকা অভিনেতা। একটুও সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান স্ত্রী এবং অভিনেত্রী দোলন রায়। তাঁর সঙ্গে কথা বলে TV9 বাংলা।

মধ্যরাতে TV9 বাংলাকে দোলন রায় বলেছেন, “আর স্বামী অভিনেতা দীপঙ্কর দে’কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতক্ষণ হাসপাতালেই ছিলাম। এই সবে বাড়িতে ঢুকেছি। সুগার ফল করেছিল হঠাৎই। প্রচণ্ড ঘামতে শুরু করেছিলেন। পুরো ভিজে গিয়েছিলেন। শরীর খারাপ হতে শুরু করেছিল। তাই আর বাড়িতে রাখা ঠিক মনে করিনি। হাসপাতাল থেকে তাঁর সব প্যারামিটার্সই পরীক্ষা করে দেখা হচ্ছে। মোটামুটি ঠিকই আছেন এখন। চিকিৎসকদের উপর ভরসা করছি।”

পুজোর আগেই ‘রক্তবীজ’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে এসেছিলেন দীপঙ্কর এবং দোলন। স্ত্রীকে পাশে নিয়ে হলের প্রথম সারিতে বসে ছবিটি দেখেছিলেন দীপঙ্কর। TV9 বাংলাকে জানিয়েছিলেন, পুজোতে কোত্থাও বেরচ্ছেন না। বাড়িতেই থাকছেন। ২০১০ সাল নাগাদ ছোট পর্দায় সম্প্রচারিত ‘গানের ওপারে’ ধারাবাহিকে রবীন্দ্র বিশেষজ্ঞ এবং গায়ক চন্দ্রশেখর দেবের চরিত্রে অভিনয় করেছিলেন দীপঙ্কর। তাঁর নাতনির চরিত্রে অভিনয় করেছিলেন ‘রক্তবীজ’-এর অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘গানের ওপার’ই ছিল মিমির কেরিয়ারের প্রথম অভিনয়। চরিত্রের নাম ছিল পুপে। তাঁর পর্দার ‘নাতনি’র ছবি দেখতে এসে বিগলিত দীপঙ্কর বলেছিলেন যে মিমি তাঁর পুপে। আজ যে জায়গায় তিনি এসেছেন, তা নিজের ক্ষমতায় এবং দক্ষতায়। ‘গানের ওপারে’ সিরিয়ালের পুপের জন্যে তাঁর ঠাকুরদার আশা ছিল অনেক, মিমির সম্পর্কেও তেমনই আশা পোষণ করেন দীপঙ্কর।

সত্যজিৎ রায়ের আবিষ্কার দীপঙ্কর দে। সত্যজিতেরই ‘জন অরণ্য’ ছবিতে আত্মপ্রকাশ ঘটে তাঁর। তারপর একে-একে রায়বাবুর ‘গণশত্রু’, ‘শাখা প্রশাখা’, ‘আগন্তুক’-এ অভিনয় করেছিলেন তিনি। সব বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। মৃণাল সেন, তপন সিনহা, অপর্ণা সেন থেকে শুরু করে পরবর্তীকালের সন্দীপ রায়, ঋতুপর্ণা ঘোষ, সৃজিত মুখোপাধ্য়ায়, সুখেন দাশ, হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত, রাজা চন্দর সঙ্গেও কাজ করেছেন দীপঙ্কর। কেবল ছবি নয়, ‘গানের ওপারে’ ছাড়াও ‘এক আকাশের নীচে’, ‘ভজ গোবিন্দ’, ‘সর্বজয়া’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দীপঙ্কর। TV9 বাংলা দ্রুত আরোগ্য কামনা করে তাঁর।