Tollywood Gossip: কবিতা শুনিয়েও হল না লাভ! নন্দিনীর নতুন ভিডিয়োতে তুলোধনা সকলের

Tollywood Gossip: সন্ধে নামছে তখন... দিনের শেষ আভাটুকু নিঃশেষ করে উদাসী সূর্য বিদায় নিচ্ছে সেদিনের মতো। 'লাইট-ক্যামেরা অ্যাকশন'কে টা-টা করে ধারাবাহিকের 'দজ্জাল শাশুড়ি' নন্দিনী চট্টোপাধ্যায়ও খানিক অন্য মেজাজে। অস্তমিত সূর্যের রূপরস গন্ধ আস্বাদন করে নিচ্ছেন প্রাণভরে। লিখেছেন এক কবিতাও।

Tollywood Gossip: কবিতা শুনিয়েও হল না লাভ! নন্দিনীর নতুন ভিডিয়োতে তুলোধনা সকলের
নন্দিনী চট্টোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 9:00 AM

সন্ধে নামছে তখন… দিনের শেষ আভাটুকু নিঃশেষ করে উদাসী সূর্য বিদায় নিচ্ছে সেদিনের মতো। ‘লাইট-ক্যামেরা অ্যাকশন’কে টা-টা করে ধারাবাহিকের ‘দজ্জাল শাশুড়ি’ নন্দিনী চট্টোপাধ্যায়ও খানিক অন্য মেজাজে। অস্তমিত সূর্যের রূপরস গন্ধ আস্বাদন করে নিচ্ছেন প্রাণভরে। লিখেছেন এক কবিতাও। তা পাঠ করেও শুনিয়েছেন ভক্তদের। কিন্তু না, নেটিজেনদের একটা বড় অংশের সে দিকে খেয়াল নেই। আলোচনায় উঠে এসেছে তাঁর পোশাক। ছেলের বিয়ে দিয়েছেন, সিরিয়ালে তিনি কখনও মা আবার কখনও শাশুড়ি– তা সত্ত্বেও পরেছেন বিকিনি! কেন? এই নিয়েই প্রশ্ন তুলেছেন নীতিপুলিশরা। হয়েছে কটাক্ষ। উড়ে এসেছে বাক্যবাণ। শরীরের গঠন, আকৃতি নিয়ে এসেছে একাধিক কুমন্তব্য। তবে এ সব সমালোচনা বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি তাঁকে। ছবি শেয়ার করেছিলেন আগেই, এবার শেয়ার করলেন ভিডিয়ো।

এর আগেও বিকিনিতে ছবি শেয়ার করেছিলেন তিনি। বাংলা ধারাবাহিকের শাশুড়িকে বিকিনিতে দেখে সেবারেও হায় হায় করে উঠেছিলেন অনেকেই। যদিও তাঁর ‘ডোন্ট কেয়ার’। বোল্ড লুকে নাচ, নিজের ইচ্ছে মতো পোশাক পরতে কখনওই ইতস্তত করতে দেখা যায় না তাঁকে। ফিটনেসও অনবদ্য। মধ্যবয়সেও কী করে ধরে রাখলেন নিজেকে? টিভিনাইন বাংলার এক প্রশ্নে সে উত্তর আগেই দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ““আমি যেমন প্রতিদিন যোগা, মেডিটেশন করি। শুটিং করে এসে একটা ক্লিনজিং প্রসেসের মধ্যে দিয়ে যাই। পুজোর ঘরে ধ্যানে বসি।” আর তার ফলও মিলছে হাতেনাতে। শরীরের বয়স তো বটেই মনের বয়সও কমছে তাঁর হুড়মুড় করে।