Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreelekha Mitra: ‘তোমার সঙ্গে আমারও মৃত্যু ঘটেছে’, পুজোর আগে এ কেমন কথা শ্রীলেখার?

Tollywood: দু'বছর আগে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই পুজোর মরশুমেও তাই বাবার জন্য মন কেমন করছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। প্রতিবছর পুজোটা বাবার সঙ্গেই কাটাতেন টলি-অভিনেত্রী। দু'বছর আগে তিনি হঠাৎই প্রয়াত হন। তারপর থেকেই জীবনটা পাল্টে যায় শ্রীলেখার।

Sreelekha Mitra: 'তোমার সঙ্গে আমারও মৃত্যু ঘটেছে', পুজোর আগে এ কেমন কথা শ্রীলেখার?
(বাঁ দিকে) বাবার সঙ্গে শ্রীলেখা মিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 11:37 AM

মৃত্যু বড়ই বিচিত্র। জন্ম হলে মৃত্যু ঘটবেই। কিন্তু মৃত্য়ুকে মেনে নেওয়া বড় কঠিন বিষয়। যিনি চলে যান, তাঁর কাছে বিষয়টা যন্ত্রণার নয়। কিন্তু যাঁকে পিছনে ফেলে রেখে তিনি চলে যান, তাঁর কাছে সেই প্রিয়জনকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা খুবই যন্ত্রণার। যন্ত্রণার বিষয়টিকে মেনে নেওয়াতেও। এই পুজোর মরশুমেও তাই বাবার জন্য মন কেমন করছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। প্রতিবছর পুজোটা বাবার সঙ্গেই কাটাতেন টলি-অভিনেত্রী। দু’বছর আগে তিনি হঠাৎই প্রয়াত হন। তারপর থেকেই জীবনটা পাল্টে যায় শ্রীলেখার।

বাবার সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, “বাবার ভ্যানিস হয়ে যাওয়ার একমাস আগে তোলা ছবি। আমার ক্লোজ়ার পেতে এখনও অসুবিধে হয়। অদ্ভুত অনুভূতি। যেন আমার আশপাশেই আছেন। স্বপ্ন দেখি প্রায় প্রতিদিন। মৃত্যুই সব কিছুর শেষ জানি। কিন্তু সেটা মেনে নেওয়া অনেক বড় বিষয়। বিশেষ করে বাবার ক্ষেত্রে। মা অসুস্থ ছিল, তাই মেনে নিতে অসুবিধে হয়নি। কিন্তু এই মানুষটা আমার যে সব ছিল। তাই বাবার সঙ্গে সেইদিন আমারও মৃত্যু ঘটেছে। সরি বাবা, তুমি মুক্ত হও। আবার কোনও জন্মে যেন আমাদের দেখা হয়। আমরা যেন একে-অপরকে চিনতে পারি।”

কিছুদিন আগেই দিল্লিতে একটি জরুরি কাজ সেরে উত্তরাখণ্ডে সোলো ট্রিপে গিয়েছিলেন শ্রীলেখা। নিজের মতো সময় কাটাতে পারেন তিনি। কিন্তু সব কিছুতেই বাবাকে বড্ড মিস করেন অভিনেত্রী।