Oindrila-Ankush: ঐন্দ্রিলা-অঙ্কুশের পরিবারে নতুন সদস্য, ছেলের মা হলেন ঐন্দ্রিলা
এর আগে বাবলা, লিও, আলুর মতো সন্তানরাও তাঁদের জীবন আলো করেছে।
একটি চার পায়ের ছানার আগমন হয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলার জীবনে। সেই ছানার নাম তুলো। সারমেয় শিশুকে পেয়ে আনন্দে আটখানা হয়ে গিয়েছেন ঐন্দ্রিলা। তিনি দারুণ খুশি। তবে এটাই প্রথম নয়। এর আগে বাবলা, লিও, আলুর মতো পোষ্যরাও তাঁদের জীবন আলো করেছে। সেই পরিবারে যোগ দিয়েছে তুলো নামে আর এক সদস্য। আনন্দে আটখানা ঐন্দ্রিলা লিখেছেন, “আমার ছেলে”।
View this post on Instagram
সম্প্রতি রোগা হয়েছেন ঐন্দ্রিলা। অনেকখানি ওজন কমিয়েছেন অভিনেত্রী। এই তো বছরের শুরুতে যখন বড় পর্দায় রিয়েল লাইফ পার্টনারের সঙ্গে প্রথম বার জুটি বেঁধেছিলেন ঐন্দ্রিলা তখনও নেটিজেনদের ভাষায় ‘গোলুমোলু’ ঐন্দ্রিলাকেই দেখা গিয়েছিল সিনেমার পর্দায়। ওই জুটির প্রথম ছবি ম্যাজিক সাফল্য পায় বক্স অফিসে। ঐন্দ্রিলা-অঙ্কুশকে নিয়ে আগামী দিনে আরও কাজ করার উৎসাহও দেখাতে শুরু করেন পরিচালকেরা। আর এর পরেই ঘটে ‘ম্যাজিক’। ওয়ার্কআউট, কড়া ডায়েট মেনেই আজ অভিনেত্রী ছিপছিপে।
তাঁর এখনকার ও মাস কয়েক আগের ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, “ম্যাজিক থেকে লাভ ম্যারেজ (ঐন্দ্রিলা-অঙ্কুশ জুটির দুই ছবি) … হোয়াট আ ট্রান্সফরমেশন। তোমার জন্য গর্বিত। অনেক পথ চলা বাকি। এভাবেই এগিয়ে যাও। কঠিক পরিশ্রম ও একইরকম ইচ্ছেশক্তিকে সঙ্গে নিয়ে।” প্রেমিকের পোস্টে অঙ্কুশকেই ট্যাগ করে ঐন্দ্রিলা লিখেছেন, “তুমিই আমার মোটিভেশন”।
বিগত বেশ কিছু মাস ধরেই ঐন্দ্রিলার ইনস্টা প্রোফাইল অনুসরণ করলেই দেখা যাবে অভিনেত্রী ঘনঘন পোস্ট করছিলেন তাঁর ওয়ার্ক আউট ভিডিয়ো। কখনও জিমে ওয়েট লিফটিং করছেন আবার কখনও বা বেছে নিচ্ছে অন্য কোনও শারীরিক কসরত। কথায় বলে সবুরে মেওয়া ফেলে। সেই প্রবাদবাক্যকেই হাতে কলমে প্রমাণ করেছেন অভিনেত্রী। কেন হঠাৎ তাঁর এই ওয়েট লস জার্নি? লাভ ম্যারেজ নামক এক ছবিতে আবারও দেখা যেতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। ছবির কারণে ও নিজে ফিট থাকতেই ওজন কমানো তাঁর জানা যাচ্ছে এমনটাই।
আরও পড়ুন: Hollywood Movies 2021 LookBack: ২০২১ সালে মুক্তি পায় এই ৭টি অসাধারণ হলিউড ছবি