Aparajita Adhya: কোমর ছুঁচ্ছে ঘন চুল, যুবতীবেলার বিশেষ ছবি শেয়ার অপরাজিতার

এই মুহূর্তে হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর। পাভেলের দু’টি ছবিতেই তিনি রয়েছেন। এ ছাড়াও প্রেমেন্দুবিকাশ চাকীর আগামী ছবিতেও তাঁকে দেখা যাবে।

Aparajita Adhya: কোমর ছুঁচ্ছে ঘন চুল, যুবতীবেলার বিশেষ ছবি শেয়ার অপরাজিতার
অপরাজিতা আঢ্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 7:24 AM

একদিকে এক ঢাল কালো ঘন চুল। অন্যদিকে ছোট করে কাটা চুল। দুটি ছবিই অভিনেত্রী অপরাজিতা আঢ্যের। সম্প্রতি এমনই এক ছবির কোলাজ শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে অনুরাগীদের মনে করিয়ে দিয়েছেন, ‘সময় চিরন্তন’।

অপরাজিতার ইনস্টাগ্রামে ঢুঁ দিলেই দেখা যাবে দুই ছবির ওই কোলাজের বাঁ দিকের ছবিটি বহু আগের। তাঁর যুবতীবেলার। এমন এক সময়ের যখন তাঁর দুই কাঁধ বেয়ে কোমর ছুঁত ঘন কালো চুল। ঠোঁটে গাঢ় লিপস্টিক। চোখ দুটি আঁকা সযত্নে। অন্য ছবিটি সাম্প্রতিক কালে তোলা। চুল আগের থেকে অনেকটাই ছোট, কিন্তু মিষ্টি হাসি জড়িয়ে রয়েছে গোটা মুখ জুড়ে। ওই ছবিই শেয়ার করে অপরাজিতা লিখেছেন, “সময় চিরন্তন, বর্তমান কখনও অতীতকে ছাপিয়ে যেতে পারে না।” অভিনেত্রী কি নস্টালজিক? হাতড়ে বেড়াচ্ছেন ফেলে আসা সোনালি দিন?

দিন কয়েক আগেই চুল একেবারে ছোট করে দেন অপরাজিতা। কালো লম্বা চুলের জায়গায় এখন তাঁর কাঁধ ছোঁয়া স্টাইল করে কাটা চুল। শহরের নামজাদা হেয়ার স্টাইলিস্টের কাছ থেকে কেটেছেন চুল, পঁচিশ বছর পরে। পঁচিশ বছর পর তিনি চুল কাটলেন? টিভিনাইন বাংলাকে অভিনেত্রী বলেছিলেন, ““জন্ম ইস্তক কোনওদিন পার্লারে গিয়ে চুল কেটেছি, মানে ওই হেয়ার কাড় করিয়েছি মনে পড়ে না সত্যি। চুলের আগা ছেঁটে এসেছি ওই অতটুকুই।” হঠাৎ মত বদল? নতুন ছবির কাজ? অভিনেত্রীর উত্তর, “কোভিডের পর ভীষণ চুল পরে যাচ্ছিল। সেই কারণেই ভাবলাম একেবারে কেটে নিই। ওরা বলেছিল রঙও করিয়ে দিতে। পাগল! এই ঠিক আছে।” প্রথমাবস্থায় তাঁর স্বামী দেখেও নাকি বেশ অবাক হয়ে গিয়েছিলেন, জানিয়েছিলেন অভিনেত্রী।

এই মুহূর্তে হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর। পাভেলের দু’টি ছবিতেই তিনি রয়েছেন। এ ছাড়াও প্রেমেন্দুবিকাশ চাকীর আগামী ছবিতেও তাঁকে দেখা যাবে। তবে এ বছরের শেষে আবারও ছোট পর্দায় ফিরবেন তিনি। ধারাবাহিকে না কি অন্য কোনও নতুন আঙ্গিকে তা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

কিছুদিন আগেই বিবাহবার্ষিকী পালন করলেন অপরাজিতা। করোনা পরিস্থিতিতে বড় কোনও আয়োজন নয়। বাড়িতেই কেক কেটে এই বিশেষ দিন সেলিব্রেট করলেন অপরাজিতা। অগস্ট অপরাজিতার কাছে বিশেষ একটি মাস। এর আগে বহু আলাপচারিতায় অপরাজিতা জানিয়েছেন, বেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন। ফলে তাঁর বেড়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে। দীর্ঘ ২৪ বছরের সংসার তাঁর। কেরিয়ারের এতগুলো বছর কাটিয়ে ফেললেন। শাশুড়ি মা তাঁকে আজও মেয়ের মতোই আগলে রাখেন। অপরাজিতা হাসতে হাসতে জানান, তাঁর নিজের মা নাকি বেশ কড়া ধাতের মানুষ। ফলে সব আবদার আজও শাশুড়ি মায়ের কাছেই। দিন কয়েক আগেই শ্বশুরমশাইকে হারিয়েছেন অভিনেত্রী। সে কারণেই বিবাহবার্ষিকী নিজেদের মতো করে সেলিব্রেট করলেন তিনি।

সকলকে নিয়ে থাকতে ভালবাসেন অপরাজিতা। বাড়ির পুজো, কারও জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো অনুষ্ঠানে পরিবারের পাশাপাশি তাঁর অন্যান্য ভালবাসার মানুষরাও উপস্থিত থাকেন। রক্তের সম্পর্ক অভিনেত্রীর কাছে কখনও বড় কথা নয়। এই স্বভাবের জন্যই আত্মীয়, অনাত্মীয় সকলেই তাঁকে এতটা ভালবাসেন।

আরও পড়ুন-SRK: সাংবাদিকের সঙ্গে হাতাহাতি থেকে স্টেডিয়ামে ধূমপান– যে ৫ বিতর্কে জড়িয়েছেন কিং খান

দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি