Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aparajita Adhya: কোমর ছুঁচ্ছে ঘন চুল, যুবতীবেলার বিশেষ ছবি শেয়ার অপরাজিতার

এই মুহূর্তে হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর। পাভেলের দু’টি ছবিতেই তিনি রয়েছেন। এ ছাড়াও প্রেমেন্দুবিকাশ চাকীর আগামী ছবিতেও তাঁকে দেখা যাবে।

Aparajita Adhya: কোমর ছুঁচ্ছে ঘন চুল, যুবতীবেলার বিশেষ ছবি শেয়ার অপরাজিতার
অপরাজিতা আঢ্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 7:24 AM

একদিকে এক ঢাল কালো ঘন চুল। অন্যদিকে ছোট করে কাটা চুল। দুটি ছবিই অভিনেত্রী অপরাজিতা আঢ্যের। সম্প্রতি এমনই এক ছবির কোলাজ শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে অনুরাগীদের মনে করিয়ে দিয়েছেন, ‘সময় চিরন্তন’।

অপরাজিতার ইনস্টাগ্রামে ঢুঁ দিলেই দেখা যাবে দুই ছবির ওই কোলাজের বাঁ দিকের ছবিটি বহু আগের। তাঁর যুবতীবেলার। এমন এক সময়ের যখন তাঁর দুই কাঁধ বেয়ে কোমর ছুঁত ঘন কালো চুল। ঠোঁটে গাঢ় লিপস্টিক। চোখ দুটি আঁকা সযত্নে। অন্য ছবিটি সাম্প্রতিক কালে তোলা। চুল আগের থেকে অনেকটাই ছোট, কিন্তু মিষ্টি হাসি জড়িয়ে রয়েছে গোটা মুখ জুড়ে। ওই ছবিই শেয়ার করে অপরাজিতা লিখেছেন, “সময় চিরন্তন, বর্তমান কখনও অতীতকে ছাপিয়ে যেতে পারে না।” অভিনেত্রী কি নস্টালজিক? হাতড়ে বেড়াচ্ছেন ফেলে আসা সোনালি দিন?

দিন কয়েক আগেই চুল একেবারে ছোট করে দেন অপরাজিতা। কালো লম্বা চুলের জায়গায় এখন তাঁর কাঁধ ছোঁয়া স্টাইল করে কাটা চুল। শহরের নামজাদা হেয়ার স্টাইলিস্টের কাছ থেকে কেটেছেন চুল, পঁচিশ বছর পরে। পঁচিশ বছর পর তিনি চুল কাটলেন? টিভিনাইন বাংলাকে অভিনেত্রী বলেছিলেন, ““জন্ম ইস্তক কোনওদিন পার্লারে গিয়ে চুল কেটেছি, মানে ওই হেয়ার কাড় করিয়েছি মনে পড়ে না সত্যি। চুলের আগা ছেঁটে এসেছি ওই অতটুকুই।” হঠাৎ মত বদল? নতুন ছবির কাজ? অভিনেত্রীর উত্তর, “কোভিডের পর ভীষণ চুল পরে যাচ্ছিল। সেই কারণেই ভাবলাম একেবারে কেটে নিই। ওরা বলেছিল রঙও করিয়ে দিতে। পাগল! এই ঠিক আছে।” প্রথমাবস্থায় তাঁর স্বামী দেখেও নাকি বেশ অবাক হয়ে গিয়েছিলেন, জানিয়েছিলেন অভিনেত্রী।

এই মুহূর্তে হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর। পাভেলের দু’টি ছবিতেই তিনি রয়েছেন। এ ছাড়াও প্রেমেন্দুবিকাশ চাকীর আগামী ছবিতেও তাঁকে দেখা যাবে। তবে এ বছরের শেষে আবারও ছোট পর্দায় ফিরবেন তিনি। ধারাবাহিকে না কি অন্য কোনও নতুন আঙ্গিকে তা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

কিছুদিন আগেই বিবাহবার্ষিকী পালন করলেন অপরাজিতা। করোনা পরিস্থিতিতে বড় কোনও আয়োজন নয়। বাড়িতেই কেক কেটে এই বিশেষ দিন সেলিব্রেট করলেন অপরাজিতা। অগস্ট অপরাজিতার কাছে বিশেষ একটি মাস। এর আগে বহু আলাপচারিতায় অপরাজিতা জানিয়েছেন, বেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন। ফলে তাঁর বেড়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে। দীর্ঘ ২৪ বছরের সংসার তাঁর। কেরিয়ারের এতগুলো বছর কাটিয়ে ফেললেন। শাশুড়ি মা তাঁকে আজও মেয়ের মতোই আগলে রাখেন। অপরাজিতা হাসতে হাসতে জানান, তাঁর নিজের মা নাকি বেশ কড়া ধাতের মানুষ। ফলে সব আবদার আজও শাশুড়ি মায়ের কাছেই। দিন কয়েক আগেই শ্বশুরমশাইকে হারিয়েছেন অভিনেত্রী। সে কারণেই বিবাহবার্ষিকী নিজেদের মতো করে সেলিব্রেট করলেন তিনি।

সকলকে নিয়ে থাকতে ভালবাসেন অপরাজিতা। বাড়ির পুজো, কারও জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো অনুষ্ঠানে পরিবারের পাশাপাশি তাঁর অন্যান্য ভালবাসার মানুষরাও উপস্থিত থাকেন। রক্তের সম্পর্ক অভিনেত্রীর কাছে কখনও বড় কথা নয়। এই স্বভাবের জন্যই আত্মীয়, অনাত্মীয় সকলেই তাঁকে এতটা ভালবাসেন।

আরও পড়ুন-SRK: সাংবাদিকের সঙ্গে হাতাহাতি থেকে স্টেডিয়ামে ধূমপান– যে ৫ বিতর্কে জড়িয়েছেন কিং খান

আঁততে উঠবেন এই রিপোর্ট দেখলে, দেউলিয়া হতে পারে আপনিও!
আঁততে উঠবেন এই রিপোর্ট দেখলে, দেউলিয়া হতে পারে আপনিও!
সোনা, ইক্যুইটি নাকি পিপিএফ, কোথায় বিনিয়োগ করা ভাল?
সোনা, ইক্যুইটি নাকি পিপিএফ, কোথায় বিনিয়োগ করা ভাল?
বাজার পড়ছে, যদিও ক্রমাগত বাড়ছে জিএসকে ফার্মা!
বাজার পড়ছে, যদিও ক্রমাগত বাড়ছে জিএসকে ফার্মা!
স্মলক্যাপ স্টকের দাম পড়েছে ৪১ শতাংশ, বাজারে ক্ষতি হয়েছে ৪৫ লক্ষ কোটির
স্মলক্যাপ স্টকের দাম পড়েছে ৪১ শতাংশ, বাজারে ক্ষতি হয়েছে ৪৫ লক্ষ কোটির
বাংলাদেশ কি ভুলে যেতে চাইছে ইতিহাস? ভুলতে বসেছে ভাষা আন্দোলনের রক্তকে?
বাংলাদেশ কি ভুলে যেতে চাইছে ইতিহাস? ভুলতে বসেছে ভাষা আন্দোলনের রক্তকে?
মাত্র ৫০ দিনেই ৬ হাজার ৯১৯ কোটি টাকা হারিয়েছে এই বিনিয়োগকারীর পরিবার!
মাত্র ৫০ দিনেই ৬ হাজার ৯১৯ কোটি টাকা হারিয়েছে এই বিনিয়োগকারীর পরিবার!
আরবিআই রেপো রেট কমানোর পর কোন কোন ব্যাঙ্কে বাড়ল সুদের হার?
আরবিআই রেপো রেট কমানোর পর কোন কোন ব্যাঙ্কে বাড়ল সুদের হার?
বাড়বে সংস্থার ক্যাপেক্স, এবার হাসি ফুটবে আদানির মুখে?
বাড়বে সংস্থার ক্যাপেক্স, এবার হাসি ফুটবে আদানির মুখে?
বিশ্ব বিখ্যাত সংস্থা বলছে, বিনিয়োগ করবেন নাকি তাদের কথা শুনে?
বিশ্ব বিখ্যাত সংস্থা বলছে, বিনিয়োগ করবেন নাকি তাদের কথা শুনে?
'শেয়ার ট্রেডিংয়ে মন', উদ্যোগপতিদের ব্যবসায় মন দিতে বললেন এই বিলিয়নেয়র
'শেয়ার ট্রেডিংয়ে মন', উদ্যোগপতিদের ব্যবসায় মন দিতে বললেন এই বিলিয়নেয়র