Gaurav-Ridhima: মহা সপ্তমীতেই ছেলে ধীরকে সকলের সামনে আনলেন গৌরব-ঋদ্ধিমা
Gaurav-Ridhima: বাড়ির বারান্দায় তিনজন--গৌরব, ঋদ্ধিমা এবং ছোট্ট ধীর। মাতৃত্বের চিহ্ন ঋদ্ধিমার সাজে। সদ্যজাতর যাতে ব্যাথা না লাগে, তাই হাতের নোয়াটাও খুলে রেখেছেন। নেই বড় নখ কিংবা নেইলপলিশ। সাদা কুর্তি-কামিজ়ের সঙ্গে মানানসই লাল দোপাট্টা, খোলা চুলে ঋদ্ধিমা।
সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ জন্ম হয়েছে সব্যসাচী চক্রবর্তীর নাতি ধীরের। তাঁর পুত্র অভিনেতা গৌরব চক্রবর্তী এবং পুত্রবধূ অভিনেত্রী ঋদ্ধিমার ঘর আলো করে জন্মেছে ছোট্ট ধীর। এক মাস বয়স হয়েছে তাঁর। সেই থেকে সদ্যজাতকে নিয়ে দারুণ ব্যস্ত চক্রবর্তী পরিবার। নতুন মাতৃত্বের কারণে নতুন করে কোনও পোস্টও করেননি ঋদ্ধিমা। একবারের জন্যেও কোনও পোস্ট করেননি গৌরব। মহা সপ্তমীর দিন প্রথম ছেলেকে প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা।
View this post on Instagram
বাড়ির বারান্দায় তিনজন–গৌরব, ঋদ্ধিমা এবং ছোট্ট ধীর। মাতৃত্বের চিহ্ন ঋদ্ধিমার সাজে। সদ্যজাতর যাতে ব্যাথা না লাগে, তাই হাতের নোয়াটাও খুলে রেখেছেন। নেই বড় নখ কিংবা নেইলপলিশ। সাদা কুর্তি-কামিজ়ের সঙ্গে মানানসই লাল দোপাট্টা, খোলা চুলে ঋদ্ধিমা। পাশে চশমা পরে নীল-কলকা করা পঞ্জাবীতে গৌরব। চেক প্রিন্টের শার্টে গুটিসুটি হয়ে ধীর মায়ের বুকে মুখ গুঁজেছে। ছেলেকে প্রকাশ্যে আনলেও, বিরাট-অনুষ্কা কিংবা আলিয়া-রণবীরের মতো তাঁর মুখ দেখাননি এই তারকা যুগল।
View this post on Instagram
ছবি পোস্ট করে সক্কলকে মহা সপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। ইনস্টাগ্রামের সেই পোস্টে গৌরবের ক্যাপশন, “আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা।” এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে-সঙ্গে শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে। অনুরাগীরা তো বটেই কমেন্ট করেছেন টলিউডে তাঁদের সহকর্মীরাও।