Tollywood Gossip: ‘যখন মিঠাই করত তখন…’, সৌমিতৃষাকে নিয়ে বড় অভিযোগ! কতটা সত্যি?
Tollywood Gossip: এমনিতে তাঁর সমালোচকের সংখ্যা নেহাতই নগণ্য। ভক্তরা তাঁকে ভালবেসে ডাকেন সৌমি বলে। এ হেন সৌমিতৃষা কুন্ডুই এবার হলেন ট্রোল্ড। তাঁর শরীর নিয়ে এল একের পর এক মন্তব্য। খোদ ভক্তরাই প্রশ্ন করে উঠলেন, "অস্ত্রোপচার করিয়েছেন নাকি?" ঠিক কী ঘটেছে?
এমনিতে তাঁর সমালোচকের সংখ্যা নেহাতই নগণ্য। ভক্তরা তাঁকে ভালবেসে ডাকেন সৌমি বলে। এ হেন সৌমিতৃষা কুন্ডুই এবার হলেন ট্রোল্ড। তাঁর শরীর নিয়ে এল একের পর এক মন্তব্য। খোদ ভক্তরাই প্রশ্ন করে উঠলেন, “অস্ত্রোপচার করিয়েছেন নাকি?” ঠিক কী ঘটেছে? পুজোর উদ্বোধনে এই মুহূর্তে বেজায় ব্যস্ত সৌমিতৃষা। হলুদ রঙা শাড়ি পরে তিনি গিয়েছিলেন সম্প্রতি পুজোর মন্ডপে। পরেছিলেন মানানসই গয়না। যা দেখে নেটিজেনদের একটা বড় অংশের তুলোধনা তাঁকে। ব্লাউজের ফাঁক দিয়ে বিভাজিকার আভাস দেখেই রে-রে করে উঠলেন অনেকেই। একজন লিখলেন, “আগে যখন মিঠাই করতে তখন অনেক মিষ্টি ছিলে। বাচ্চাদের মতো লাগত। হঠাৎ করে এত বড় হলে কী করে? বাজে লাগছে। নিজের শরীরে কি কিছু করিয়েছ?” অনেকেরই আবার অনুরোধ, ‘পুরনো সেই সৌমিদিকেই ফিরে পেতে চাই।” যদিও পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। তাঁদের মতে, ছুরি-কাঁচি থেকে শত হস্ত দূতে তাঁদের প্রিয় দিদি।
সৌমিতৃষা অবশ্য এই ট্রোলিং নিয়ে খুব একটা ভাবিত নন। ট্রোলিং তাঁর কাছে নতুন নয়। অতীতেও বহুবার কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সে সব অগ্রাহ্য করে তিনি এখন টলিউডের নায়িকা। কাজ করছেন ‘প্রধান’ ছবিতে। তাঁর সাম্প্রতিক পোস্টে তাই রয়েছে এক বার্তা। লেখা রয়েছে, “মনে রাখবেন কেউ যদি কপি করে তবে তা ভাল। যদি তুমি আসল হও, তবে কপি হওয়ার জন্য প্রস্তুত থাক।”
এর আগে বেশ কিছু কাজের অফার ফিরিয়েছেন তিনি। যেমন জিতের ‘বুমেরাং’ ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন অতীতে। কিন্তু কেন? এ নিয়ে টিভিনাইন বাংলাকে তিনি বলেছিলেন, “শুটিংটা এমন একটা সময় ছিল, যখন আমি ধারাবাহিকে ব্যস্ত। এতটা পরে হওয়ার কথা ছিল না। তাই একটু চিন্তায় ছিলাম আমি করতে পারব কি পারব না। বেশ চিন্তায় ছিলাম তখন শরীরটা নিয়েও। প্রথম ছবি যদি নিজের ১০০ শতাংশ দিতে না পারি, তারমধ্যেই আমার কাছে প্রধান ছবির প্রস্তাব চলে আসে। তখন ভেবে দেখি, সব দিক থেকে প্রধানটাই ঠিক লাগছে। যেহেতু এটা পরের দিকে শুট, তাই শরীরটাও ঠিক করে নিতে পারব। নিজের জন্য কিছুটা সময়ও পাওয়া যাবে। তাই এটাতেই রাজি হয়ে যাই।” তাঁর প্রথম ছবি দর্শকের কতটা ভাল লাগবে, এখন সেটাই দেখার।