Koel Mallick: ভিড় ঠাসা শহরে কাকে দেখে নেচে উঠল কোয়েলের মন?
Koel Mallick: পুজোর এখন বাকি বেশ কিছুদিন। মহালয়াও এখনো সম্পন্ন হয়নি। এই যে পুজো পুজো আসছে ব্যাপার এই বেশ ভালো... মল্লিক বাড়িতে এই মুহূর্তে সাজো সাজো রব। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাড়ির মেয়ে কোয়েল মল্লিক ভীষণ ব্যস্ত। এই পুজোয় তাঁর ছবি 'জঙ্গলে মিতিন মাসি' মুক্তি পাচ্ছে। তবে এরই মধ্যে কলকাতার শহরে গাড়িতে বসে যাত্রাপথে নেচে উঠল নায়িকার মন। কেন জানেন?
পুজোর এখন বাকি বেশ কিছুদিন। মহালয়াও এখনো সম্পন্ন হয়নি। এই যে পুজো পুজো আসছে ব্যাপার এই বেশ ভালো… মল্লিক বাড়িতে এই মুহূর্তে সাজো সাজো রব। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাড়ির মেয়ে কোয়েল মল্লিক ভীষণ ব্যস্ত। এই পুজোয় তাঁর ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পাচ্ছে। তবে এরই মধ্যে কলকাতার শহরে গাড়িতে বসে যাত্রাপথে নেচে উঠল নায়িকার মন। কেন জানেন?
সারি সারি গাড়ির মাঝে কোয়েল হঠাৎ করে দেখতে পেলেন সিগন্যালে আটকে রয়েছেন মা দুর্গা! ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে গন্তব্যে। শহরটা সেজে উঠেছে সেজে উঠেছে তাঁর মনও। বাড়ি বাইরের সব মিলিয়ে তিনিও যে পুজোর জন্য রেডি ইন্ডাস্ট্রিতে ছবি শেয়ার করে সেই বার্তাই দিলেন মিতিন মাসি। এর আগে পুজোর স্মৃতি নিয়ে মুখ খুলেছিলেন কোয়েল। স্মৃতিমেদুর হয়ে বলেছিলেন, “পুজো বলতেই মনে পড়ে ভোগ বিতরণ। ছোড়দি আমাকে ফ্রকের উপর শাড়ি পরিয়ে দিত। ছোড়দিকে আমি লিপস্টিক পরিয়ে দিতাম। মা আমাকে লিপস্টিক পরতে দিত না। গিন্নি বান্নি হয়ে সেজে পুজো দেখতাম আমরা। বয়স্করা নামতে পারতেন না। আমারা ঘরে ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসতাম। অনেক ঘর, অনেক সিঁড়ি আমাদের বাড়িতে।” আপাতত দিন গুণছেন তিনি, দিন গুণছেন সকলেই।
View this post on Instagram