Tollywood News: অসুস্থ মধুমিতা, ভর্তি হাসপাতালে, কী হয়েছে তাঁর?

Madhumita Sarcar: দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপ বার্তায় মধুমিতা জানিয়েছিলেন তিনি ভাল নেই। এরপর সোমবার সকালে হঠাৎই তাঁর এক ছবি প্রকাশ্যে।

Tollywood News: অসুস্থ মধুমিতা, ভর্তি হাসপাতালে, কী হয়েছে তাঁর?
মধুমিতা সরকার।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 3:37 PM

দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপ বার্তায় মধুমিতা জানিয়েছিলেন তিনি ভাল নেই। এরপর সোমবার সকালে হঠাৎই তাঁর এক ছবি প্রকাশ্যে। হাতে স্যালাইন, বিছানায় শুয়ে আছেন মধুমিতা। ক্যাপশনে লিখেছেন, “সাংঘাতিক কিছু হয়েছিল। তবে এখন ভাল আছি। সকলের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।” কি হয়েছিল তাঁর? জানা গিয়েছে, অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছিল তাঁর, বিগত বেশ কিছু দিন ধরে পেটে ছিল সুতীব্র ব্যথা। এই রবিবারই অস্ত্রোপচার হয়। আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। তবে এখনও বিশ্রামে থাকতে হবে বেশ কিছু দিন। মধুমিতা সুস্থতার দিকে এগোনোর খবর জানতে পেতে কিছুটা স্বস্তিতে তাঁর ভক্তরাও। অভিনেত্রী কবে কাজে ফেরেন তা দেখতেই ,মুখিয়ে তাঁরা।

কিছুদিন আগেই মদন মিত্র ও মধুমিতার এক ছবি ভাইরাল হয়েছিল। দামি গাড়ি, সেই গাড়িতে চালকের আসনে মধুমিতা সরকার ও অন্যদিকে চালকের আসনে বসে রয়েছেন মদন মিত্র। দু’জনের হাত ছুঁয়ে রেখেছে অপরজনের হাত। এমনই এক ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ট্রোলিং। এক অনুষ্ঠানেই দেখা হয়েছিল দু’জনের। সেখানেই ছবি তোলা। কিন্তু নেটিজেন কটাক্ষ করতে ছাড়েনি। মধুমিতা যদিও চুপ ছিলেন। মুখ খুলেছিলেন ‘কালারফুল বয়’। মধুমিতা এই মুহূর্তে ভীষণ ব্যস্ত। জীবন বাধা নিয়মমাফিক ছকে। দক্ষিণী ছবিতে কাজ করছেন। নতুন জায়গা। নতুন ভাষা। নতুন শিডিউল। ইতিমধ্যেই খাপ খাইয়ে নিয়েছেন তিনি। এর আগে জানিয়েছিলেন, শুটের ব্যাপারে এখনই টুঁ শব্দটি করা বারণ, তবে গোটা টিমের পরিশ্রম দেখে তিনি অবাক। তাকেও করতে হচ্ছে দ্বিগুণ পরিশ্রম। আর প্রেমের? তার কী খবর? গত বছর মধুমিতা আর সৌরভ দাসকে নিয়ে চলেছিল জোর আলোচনা। একসঙ্গে তাঁদের পাহাড় ভ্রমণের এক ছবিও ভাইরাল হয়। চলে জোর শোরগোল। তবে সৌরভ বা মধুমিতা কেউই প্রেমের কথা স্বীকার করেননি। সামনেই আসছে তাঁর ছবি ‘চিনি ২’। অসুস্থ হওয়ার আগে সেই ছবির শুট নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়ায় আপাতত সে সব বন্ধ। তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন, এই প্রার্থনাই তাঁদের শুভাকাঙ্ক্ষীদের।