Nusrat Jahan: ‘মুসলিম ঘরের কুসন্তান’, বাবার সঙ্গে কোন ছবি দিতেই নুসরতকে কটাক্ষ?
Nusrat Jahan: রবিবার ছিল বাবাদের দিন। সকলেই বাবাকে নিয়ে শেয়ার করছিলেন আদুরে সব ছবি। বাদ ছিলেন না নুসরত জাহানও। বাবা মহম্মদ শাহজাহানের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সাংসদ-নায়িকা।
রবিবার ছিল বাবাদের দিন। সকলেই বাবাকে নিয়ে শেয়ার করছিলেন আদুরে সব ছবি। বাদ ছিলেন না নুসরত জাহানও। বাবা মহম্মদ শাহজাহানের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সাংসদ-নায়িকা। মিষ্টি সেই ছবি। বাবার কোলে মাথা দিয়ে রয়েছেন নুসরত। কিন্তু ওই যে কটাক্ষ তাঁর নিত্যসঙ্গী। তাই এ ক্ষেত্রেও সে ব্যতিক্রম হল না। ট্রোল হলেন নুসরত। কটাক্ষ হল তাঁর ধর্ম নিয়েও। তকমা পেলেন, “মুসলিম ঘরের কুসন্তান”-এর।
তবে কটাক্ষ- সমালোচনাই যে হল তা কিন্তু নয়, বাবাকে নুসরত যে কেক দিয়েছেন তাতে আপ্লুত অনেকেই। কেন জানেন? ইংরেজিতে ‘হ্যাপি ফাদারস ডে’ নয়, বরং বাংলায় লেখা ‘বাবা’।আর ক্যাপশনে লেখা, “আমাদের রক্ষা করার জন্য, আমাদের ভালবাসার জন্য ধন্যবাদ বাবা। সারাজীবন বাবার সেই ছোট্ট মেয়ে হয়েই থাকব। তোমার থেকে জ্ঞান আহরণ করেছি। আহরণ করেছি শক্তি, আর উচ্চতা।” হ্যাঁ, বাবার মতোই লম্বা নায়িকা। তাই বিশেষ দিনে তাও শেয়ার করেছেন তিনি।
ধর্ম নিয়ে নুসরতকে কটাক্ষ নতুন কিছু নয়। তাঁর সিঁদুর পরা, অন্য ধর্মাবলম্বী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোয় বারংবার ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। পড়তে হয়েছে নিন্দার মুখে। তাঁর চরিত্র নিয়েও কম কথা রটেনি। কখনও তিনি চুপ থেকেছেন, আবার কখনও আবার মুখ খুলেছেন। নিজেকে দাবি করেছেন, ‘ভগবানের নিজস্ব সন্তান’। দাবি করেছেন তাঁর কোনও ধর্ম নেই। ইদ থেকে দুর্গা পুজো– সবই তাঁর কাছে উৎসব। দু’বছর আগে মা হয়েছেন নুসরত। সংসার বড় হয়েছে। এসেছে ঈশান। যশ দাশগুপ্ত ও ঈশানকে নিয়ে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। সঙ্গে রয়েছে বাইরের কাজও।
View this post on Instagram