Rachna Banerjee: ‘কতদিন পর দেখা…’, এই টলিউড নায়কের জন্য এখনও ‘সিঙ্গল’ রচনা!
Rachna Banerjee: রচনা বন্দ্যোপাধ্যায়--- বাংলার 'দিদি নম্বর ওয়ান' তিনি। তবে জানেন কি, এক নায়কের জন্য নিজেকে 'সিঙ্গল' বলে দাবি করলেন তিনি। ভাবছেন তো, কে তিনি?
রচনা বন্দ্যোপাধ্যায়— বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ তিনি। তবে জানেন কি, এক নায়কের জন্য নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করলেন তিনি। ভাবছেন তো, কে তিনি? ব্যাপারটা তা হলে খুলেই বলা যাক। ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর প্রচারে ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে হাজির হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এসেই দীর্ঘদিনের সহকর্মী-বন্ধুর রচনার সঙ্গে রসিকতায় মাততে দেখে গেল তাঁকে। রচনাকে শাশ্বত বলেন, “কতদিন পর দেখা, আপনি কি এখনও একা?” শাশ্বতকেও পাল্টা সিক্সার ফিরিয়ে দিয়েছেন রচনা। তাঁকেও লজ্জায় লাল হয়ে বলতে শোন যায়, “একা? মানে… আপনার জন্য তো আমি সবসময়েই একা।” তাঁদের এই রসিকতায় মজেছেন নেটিজেনরাও। দুই বন্ধুর খুনসুটি এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং। প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর প্রথম সিরিজ ‘আবার প্রলয়’-এ দেখা যাবে শাশ্বতকে। সেখানে তাঁর চরিত্রের নাম অনিমেষ দত্ত। সিরিজে রয়েছে একগুছ স্টার। রয়েছে সায়নী ঘোষ থেকে শুরু করে জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায় সহ অনেকেই।
অন্যদিকে রচনাও ব্যস্ত কাজ নিয়ে। সম্প্রতি ব্যবসাও শুরু করেছেন তিনি। তাঁর নিজস্ব ব্র্যান্ড রয়েছে। শাড়ির ব্যবসা থেকে শুরু করে প্রসাধনী– চলছে রমরমিয়ে। ব্যক্তিগত জীবনে একা হাতে ছেলের মানুষ করছেন রচনা। প্রবাল বসুর সঙ্গে তাঁর অফিসিয়াল বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকেন না তাঁরা। ছেলের দায়িত্ব যৌথভাবে পালন করলেও বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকে রচনার সন্তান প্রনীল।
মা হিসেবে রচনা যে কতটা দায়িত্ববান সে কথা ওই দিদি নম্বর ওয়ানের সেটে এসেই ফাঁস করেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। এক ঘটনার কথা শেয়ার করতে গিয়ে সুদীপা বলেন, “রচনা দি আমার পাশাপাশি মেকআপ রুম। আমি প্রায়ই দেখি ওঁর ঘরে একটা বোরখা ঝুলছে। আমি একদিন আর থাকতে না পেরে ওঁর হেয়ার স্টাইলিস্টকে জিজ্ঞাসা করি, এই বোরখাটা কেন? উনি জানান, দিদি (রচনা) তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য এখান থেকে মেট্রো স্টেশন যান। সেখান থেকে বোরখা পরে কালীঘাট স্টেশনে নামেন। সেখানে ওঁর জন্য একটা গাড়ি দাঁড়িয়ে থাকে। এরপর সেই গাড়ি করে বাড়ি যান যাতে বাড়ি গিয়ে ছেলেকে পড়াতে বসতে পারেন।” বাবাকে হারিয়েছেন গত বছর, দায়িত্ব আরও বেড়েছে তাঁর। সেই দায়িত্ব যদিও সফল হাতে সামলাচ্ছেন নায়িকা।