Tollywood Gossip: রাখঢাক না করে অবশেষে ‘শোভন-প্রেম’দেখিয়েই দিলেন সোহিনী?
Tollywood Gossip: টলিপাড়ার আনাচে কানাচে রোজ কত যে খবর ঘুরে বেড়ায়, ভেসে বেড়ায় কতশত গুঞ্জন--- কিছু সত্যি হয়, আবার কিছু , মিলিয়ে যায় রোজনামচায়। এই যেমন বিগত বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছিল স্বস্তিকা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের মন মজেছে সোহিনী সরকারে।
টলিপাড়ার আনাচে কানাচে রোজ কত যে খবর ঘুরে বেড়ায়, ভেসে বেড়ায় কতশত গুঞ্জন— কিছু সত্যি হয়, আবার কিছু , মিলিয়ে যায় রোজনামচায়। এই যেমন বিগত বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছিল স্বস্তিকা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের মন মজেছে সোহিনী সরকারে। ওদিকে রণজয় বিষ্ণুর সঙ্গেও সোহিনী পাকাপাকি বিচ্ছেদের খবরও কারও অজানা ছিল না। সবটাই গসিপ বলে যেই ওড়াতে যাচ্ছিলেন ঠিক তখনই এক বোমা ফাটিয়েছিলেন শোভন নিজেই। সোহিনীর সঙ্গে কিছু প্রেমমাখা ছবি পোস্ট করেই দিয়েছিলেন মুছে। তবে এবার বোমাটা এল সোহিনী তরফ থেকে। কালীপুজোর রাতে ম্যাচিং পোশাকে এক ছবি পোস্ট করলেন শোভনের সঙ্গে। শোভনও সেই ছবি পোস্ট করে নিলেন নিজের ইনস্টাগ্রামে।
ডিজিটাল যুগে ‘ইনস্টা কনফার্ম’ বলে এক টার্ম বেশ জনপ্রিয় হয়েছে। অর্থাৎ, কারও কাছে মুখ খোলা নয়। অব্যক্ত প্রেমের কথা সামাজিক মাধ্যমেই অস্ফুটে বুঝিয়ে দেওয়া। এ ক্ষেত্রেও কি ওঁরা নিলেন ওই একই পন্থা? হয়তো তাই। দীপাবলি শুধু যে শোভনের সঙ্গে কাটিয়েছেন সোহিনী, এমনটা কিন্তু নয়। হাজির ছিলেন সোহিনীর মা-ও। যা দেখে নেটিজেনদের ফিসফাস, তবে কি বিয়ের কথাও চলছে পরিবারের মধ্যে? এর আগে সোহিনীর সঙ্গে ছবি দিয়ে শোভন লিখেছিলেন,“আমার শেষের সব কিছু”। কোথাও গিয়ে দাবি করেছিলেন, আগে নানা সম্পর্কে জড়ালেও এই বারই শেষ। সত্যিই কি তাই? সে উত্তর যদিও রয়েছে সময়ের হাতে।