Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev-Soumitrisha: দেবের সঙ্গে ছবি তুলতে ভুলে গেলেন, বদলে এ কী করলেন সৌমিতৃষা?

Bengali Movie: কেরিয়ারে এক বড় সাফল্য সৌমিতৃষার। যার ফলে এখন এই ছবির জন্যই নিজেকে গড়ে পিঠে নিচ্ছেন তিনি। মাঝেমধ্যেই ছবি কাজের জন্য যেতে হচ্ছে অভিনেতা দেবের অফিসে।

Dev-Soumitrisha: দেবের সঙ্গে ছবি তুলতে ভুলে গেলেন, বদলে এ কী করলেন সৌমিতৃষা?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 10:52 AM

সোমিতৃষা কুণ্ডু, অভিনেত্রী এখন বেজায় ব্যস্ত তাঁর আগামী ছবির কাজ নিয়ে। পরপর কয়েকটি ছবির কাজ নিয়ে ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে সৌমিতৃষার সঙ্গে বিভিন্ন পরিচালকদের। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাঁ আগামী ছবি ‘প্রধান’-এর কাজ। বড় পর্দায় পা রেখে প্রথমেই দেবের অভিনেত্রী হচ্ছেন তিনি। কেরিয়ারে এক বড় সাফল্য সৌমিতৃষার। যার ফলে এখন এই ছবির জন্যই নিজেকে গড়ে পিঠে নিচ্ছেন তিনি। মাঝেমধ্যেই ছবি কাজের জন্য যেতে হচ্ছে অভিনেতা দেবের অফিসে। সম্প্রতি তেমনই এক কাজের জন্য হাজির হয়েছিলেন তিনি দেব ইন্টারটেইনমেন্ট-এ। তবে কাজের কথা বলতে বলতে দেবের সঙ্গে ছবি তুলতেই নাকি ভুলে যান তিনি।

সোশ্যাল মিডিয়ায় এক মজার পোস্ট করে লেখেন, ”আমি আমার হিরোর সঙ্গে ছবি তুলতে ভুলে গিয়েছি। তাই দেয়ালের সঙ্গে ছবি তুললাম।” এই বলে দেবের অফিসের লোগোর পাশে দাঁড়িয়ে পোজ দিলেন সৌমিতৃষা কুন্ডু। ছবি দেখা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা। তাঁর পাশে দেবকে কেমন দেখায়, এ কৌতূহল বহুদিন ধরেই ভক্তদের মনে ছিল। যদি ভক্তদের মনের এই আশা খানিক পূরণ হয়েছে TV9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডসে। সেখানেই সৌমিতৃষার সঙ্গে দেবকে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। ভিডিয়ো ক্লিপিং সামনে আসতেই, হাতে হাতে ভাইরাল হয়েছিল তা নেট দুনিয়ায়। যদিও ছবিতে এই জুটির লুক কেমন থাকবে, তা নিয়ে কৌতুহল মিটছে না ভক্তদের। অগাস্ট মাস থেকেই শুরু ছবির কাজ। তার আগে কিছুটা বিরতি নিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। আপাতত তিনি বড় পর্দাতেই কাজ করতে চান। ওটিটি থেকে প্রস্তাব পেলেও তিনি তা নিয়ে ভবিষ্যতে কথা বলবেন বলে জানান, এখনই কোনও সিদ্ধান্ত নেননি তিনি। তবে ধারাবাহিকে এখনই ফিরছেন না সকলের প্রিয় মিঠাইরানি। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে  সৌমিতৃষার নিত্য উপস্থিতি। বোল্ড লুকে নজর কাড়ছেন তিনি।