Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actor Dev: ভোট-আবহে কাকে চিন্তা না করার বার্তা দিলেন দেব? বললেন, ‘ভাল হবে’

Actor Dev: গ্রাম-বাংলা দখলের লড়াই চলছে। পঞ্চায়েত ভোট শুরু হতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে নানা হিংসের খবর। ভোটের বলিও হতে হয়েছে সাধারণকে।

Actor Dev: ভোট-আবহে কাকে চিন্তা না করার বার্তা দিলেন দেব? বললেন, 'ভাল হবে'
দেব।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 4:05 PM

গ্রাম-বাংলা দখলের লড়াই চলছে। পঞ্চায়েত ভোট শুরু হতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে নানা হিংসের খবর। ভোটের বলিও হতে হয়েছে সাধারণকে। এমতাবস্থায় নজর রয়েছে রাজনৈতিক নেতাদের গতিবিধির দিকেও। সুপারস্টার দেব, নিজে সাংসদও। ভোট আবহে তাঁর ইনস্টাগ্রামে উঁকি দিতেই দেখা মিলল এক মন ভাল করা বার্তা। না তাঁর মধ্যে কোনও ‘রাজনীতি’ নেই, নেই হিংসে-হানাহানি বা প্রতিহিংসার আভাসও। বরং টলিউড পাশে দাঁড়ানোর যে বার্তা গত তিন বছর দিয়ে আসছে, সেই একই বার্তার দেখা মিলল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে।

পরিচালক বিরসা দাশগুপ্তের ছবি ‘দ্য ম্যাজিক অব সিরি’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ওই ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি। আর ওই ছবির জন্যই বিরসাকে শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, “অনেক শুভেচ্ছা, বিরসা দাশগুপ্ত, ভাল হবে, চিন্তা কোরো না’। দেবের শুভেচ্ছার পাল্টা উত্তরও দিয়েছেন দিব্যাঙ্কা। তিনি জানিয়েছেন ধন্যবাদ। বিরসার এই ছবিটি ৯০ দশকের দিল্লির এক মহিলার কথা বলে। যিনি নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ম্যাজিক। কিন্তু সেই স্বপ্নপূরণ হল কি? এই নিয়েই এই ছবি।

প্রসঙ্গত, দেবের সঙ্গে বিরসা পরিচালিত ব্যোমকেশ মুক্তি পাবে খুব শীঘ্রই। ছবিতে সত্যবতীর ভূমিকায় থাকবেন রুক্মিণী মৈত্র। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিজার, যা বেশ পছন্দ হয়েছে দর্শকদের।