Tollywood Inside: ‘ভাল ছবি দেখছেন কই?’ বাংলা ছবির দর্শকদের একহাত নিলেন সুদীপ্তা

Tollywood Gossip: প্রসেনজিন চট্টোপাধ্যায়ের লুক সকলকে তাক লাগিয়ে দিয়েছে। তবে প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা কোথায়? বাংলা ছবির বাজার কোথায়? এই প্রশ্ন উঠলে, কম বেশি অনেকেই প্রশ্ন করেন, ভাল ছবি হচ্ছে কোথায়?

Tollywood Inside: 'ভাল ছবি দেখছেন কই?' বাংলা ছবির দর্শকদের একহাত নিলেন সুদীপ্তা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 5:36 PM

বাংলার নববর্ষে মুক্তি পেয়েছে একগুচ্ছ বাংলা ছবি। মুক্তি পাওয়া মোট তিন ছবির তালিকায় ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি শেষপাতাও। একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি জুবিলি-র গ্ল্যামার দর্শকদের মুগ্ধ করে, তেমনই অন্যদিকে মুক্তি পায় শেযপাতা। যেখানে প্রসেনজিন চট্টোপাধ্যায়ের লুক সকলকে তাক লাগিয়ে দিয়েছে। তবে প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা কোথায়? বাংলা ছবির বাজার কোথায়? এই প্রশ্ন উঠলে, কম বেশি অনেকেই প্রশ্ন করেন, ভাল ছবি হচ্ছে কোথায়? এবার সেই প্রসঙ্গ তুলেই অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রশ্ন ছুড়েদিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সাফ জানতে চাইলেন, ভাল ছবি হচ্ছে তো, তবে দর্শক দেখছেন কোথায়?

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখলেন, “বাংলা ছবি ভালো হয়না” বলে, মোদের উপর রাগ? তোমরা যে “শেষ পাতা”র মত অসাধারণ সিনেমা না দেখে, সিনেমা টা সিনেমাহল থেকে উঠিয়ে দিতে প্রায় বাধ্য করো, তার বেলা? তাঁর এই কটাক্ষের সুরে সুর মেলাতেও দেখা গেল অনেকেকই। কেউ প্রতিবাদ জানিয়ে বললেন, দর্শক তো হচ্ছে, কেউ আবার লিখলেন, মানুষ যে কখন কি চায় সেটাই তো বোঝা মুশকিল। আগেকার সো কল্ড কমার্শিয়াল বাংলা ছবি এখন চলে না… এখনকার ছবির কনসেপ্টটাই পাল্টে গেছে।.. তাও যা তোমাদের কমেন্টস পড়ে বুঝলাম… সে ছবি তো দেখারই কথা!!! মানুষ কি যে চায় কে জানে!!!!! যাইহোক তবুও আশা করব যেন মানুষ দেখেন… আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই দেখব ভালো বাংলা ছবি আমিও মিস করতে চাই না…।”

কারও গলায় আবার অভিযোগের সুর। লিখলেন, ”থাকি হাওড়ার বেলুড়ে। এমনিতেই এখানকার মেজরিটি বাঙালি কিপটে আর বাঙালিয়ানার থেকে হিন্দি কালচারে বেশি আগ্রহী, ফলে ফোরাম স্থানীয় প্রেক্ষাগৃহে অনেক বাংলা সিনেমাই আসে না। এই সংষ্কৃতির লড়াইটা আমরা হেরে চলেছি বাংলার প্রতি কোণায়। অন্যভাবে প্রচার দরকার। সাংষ্কৃতিক আন্দোলন আর ভালো বাংলা সিনেমা মুখে মুখে প্রোমোট করার অঞ্চলভিত্তিক টিম গড়ে। লড়াইটা খুব কঠিন, সমমনোষ্ক মানুষ খোঁজা আগে প্রয়োজন।”