Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Actress: ‘… বলল দেখ তোর মেয়ে ন্যুড শুট করে’, প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক টলি-নায়িকা

Tollywood Gossip: মডেল-অভিনেত্রী সুচরিতা বিশ্বাস, 'জয় জগন্নাথ', 'কিরণমালা' ধারাবাহিকে কাজও করেছেন। তিনিই এবার বিস্ফোরক প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ বাড়িতে ঢুকে বাবা-মা'কে অকথ্য ভাষায় গালাগাল, ভাইকে মারধর করেছেন প্রাক্তন। ঠিক কী ঘটেছিল সে দিন? রইল অভিনেত্রীর বয়ানে... 

Tollywood Actress: '... বলল দেখ তোর মেয়ে ন্যুড শুট করে', প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক টলি-নায়িকা
স্বামীর সঙ্গে সুচরিতা বিশ্বাস।
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 7:25 PM

বিহঙ্গী বিশ্বাস 

মডেল-অভিনেত্রী সুচরিতা বিশ্বাস। কাজ করেছেন ‘জয় জগন্নাথ’, ‘কিরণমালা’ ধারাবাহিকে। এবার হঠাৎই তিনি বিস্ফোরক প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। সুচরিতার অভিযোগ, বাড়িতে ঢুকে বাবা-মা’কে অকথ্য ভাষায় গালাগাল, ভাইকে মারধর করেছেন তাঁর প্রাক্তন। ঠিক কী ঘটেছিল সে দিন? রইল অভিনেত্রীর বয়ানে… 

“২০১১ সালে আমার সঙ্গে বিয়ে হয় গড়িয়ার পিনাকী মজুমদারের। আমার বয়স তখন খুবই কম। বাবা-মা বিয়ে মানেননি। আমিই জোর করে বাড়ি থেকে একপ্রকার বেরিয়ে গিয়ে ওকে বিয়ে করেছিলাম। ভালবাসার বিয়ে, ভালবেসেই শুরু হয়েছিল সংসার। কিন্তু কিছু দিন যেতে না-যেতেই শুরু হয় অকথ্য অত্যাচার। পাড়ার লোকেরাও জানত পুরোটা। চার বছর সহ্য করেছি। কিন্তু আর পারিনি, বেরিয়ে আসি। মিউচুয়াল ডিভোর্সের মাধ্যমে আমাদের সম্পর্কটা শেষ হয়। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, মিউচুয়াল ডিভোর্স কেন? কারণ আমি কোনও ঝামেলা চাইনি। এক টাকাও নিয়েও আসিনি ওর কাছ থেকে। কোনও যোগাযোগও রাখিনি।

পরে শুনেছি, বিয়ে করেছে পিনাকী। আমিও নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছিলাম। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। মডেলিং, সিরিয়াল করে এখন নিজের পায়ে দাঁড়িয়েছি ঠিকই; কিন্তু হঠাৎ করে আমার সঙ্গে যে এমনটা ঘটবে, তা নিজেও বুঝতে পারিনি। ঘুরতে গিয়েছিলাম মাদুরাই, বন্ধুদের সঙ্গে। একটা কাজের কথাও বলতে গিয়েছিলাম। আচমকাই বাড়ি থেকে ফোন আসে দিন দুয়েক আগে। ফোনের ওপারে আমার বাবা-মা-ভাই তখন রীতিমতো আতঙ্কে। আমার প্রাক্তন স্বামী, তার বর্তমান স্ত্রী ও শ্যালিকা সবাই মিলে আমার বাড়িতে চড়াও হয়েছে। ওদের অভিযোগ আমি নাকি পিনাকীর মা’কে ফোন করে কিছু কথা বলেছি। ফোন তো দূরে থাক, এই ক’বছরে আমার কোনও কথাই হয়নি। যে দিন এল, আমার মা বাড়িতে একা। দরজায় ধাক্কা মারতে থাকে ওরা, দরজা খুলতে দেরি হওয়ায় ধাক্কা দিতে-দিতে দরজা ভেঙে ফেলে। চিৎকার করতে থাকে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। মায়ের গায়েও হাত তোলে। কোথা থেকে কার ছবি নিয়ে এসে বলতে থাকে, ‘এই দেখ, তোর মেয়ে ন্যুড ফটোশুট করে, তোর মেয়ে নোংরা।‘’

আমি সত্যিই এমন কিচ্ছু করিনি। কার না কার ছবি দেখিয়ে শুরু হয় হুমকি। পাড়াছাড়া করে দেওয়ার ভয় দিতে থাকে। মা-বাবা ভয় পেয়ে যায়। আর সেই ভয় দেখিয়েই আমার বাবার কাছ থেকে দু’লক্ষ টাকাও লিখিয়ে নেয়। এ সবই কিন্তু হয়েছে আমার অনুপস্থিতিতে। পরের দিনেই আমি ফিরে আসি ফ্লাইটে। ওই দিনও ওরা হাজির হয়েছিল। বাড়ি ঢোকেনি। আমার দাদারা ছিল। পাড়ার এক লোক আটকাতে এলে আধলা ইট ছুড়েও মারতে গিয়েছিল। ও দাবি করছে, আমি নাকি বিচ্ছেদের পর এক লক্ষ টাকা নিয়েছি ওর কাছ থেকে। মিথ্যে কথা বলছে ও, স-অ-অ-অ-ব মিথ্যে বলছে। আমরা ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছি ওর নামে। কিন্তু পুলিশ এখনও কোনও পদক্ষেপ করছে না কেন, আমি সেটাই বুঝতে পারছি না। আমি চাই অন্যায়ের যেন প্রতিকার হয়। বাবা-মায়ের চোখে মুখে যে আতঙ্ক দেখেছি, সেই আতঙ্কের বিচার চাইছি আমি।”

এই ঘটনায় ১১ তারিখ রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷