‘সময় এবং জায়গা তুমি বল’, কঙ্গনাকে ‘চ্যালেঞ্জ’ ঊর্মিলার
ফের টুইট-যুদ্ধে জড়ালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং ঊর্মিলা মাতণ্ডকর। ঊর্মিলার উপর আনা কঙ্গনার অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে কঙ্গনাকে চ্যালেঞ্জ করে বসলেন ঊর্মিলা। কী হয়েছে?
ফের টুইট-যুদ্ধে জড়ালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং ঊর্মিলা মাতণ্ডকর। ঊর্মিলার উপর আনা কঙ্গনার অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে কঙ্গনাকে চ্যালেঞ্জ করে বসলেন ঊর্মিলা। কী হয়েছে?
রবিবার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, সম্প্রতি ৩ কোটি মূল্যের কমার্শিয়াল বিল্ডিং কিনেছেন ঊর্মিলা। এর পরেই কঙ্গনা চড়াও হন ঊর্মিলার উপর। তিনি টুইটে লেখেন, “প্রিয় ঊর্মিলাজি। আমি তো নিজের চেষ্টায়, পরিশ্রমে বাড়ি তৈরি করেছি। তাও কংগ্রেস ভেঙে দিচ্ছে। আপনার মতো যদি বোঝদার হতাম তবে কংগ্রেসকে খুশি করেই চলতাম। কী বোকা না আমি! তাই না?” পাশপাশি ঊর্মিলা অনৈতিক ভাবে জায়গাটি কিনেছেন বলেও দাবি করেন কঙ্গনা।
गणपति बाप्पा मोरया ??@KanganaTeam pic.twitter.com/m8mRgbsg6o
— Urmila Matondkar (@UrmilaMatondkar) January 3, 2021
এর পরেই পাল্টা দেন ঊর্মিলাও। কঙ্গনা উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে টুইটারে এক ভিডিয়ো শেয়ার করে ঊর্মিলা বলেন, “এত সম্মান কর তুমি আমায় কঙ্গনা, তা আমি ঠিক শুনেছি। সারা ভারতও শুনেছে। আমি আমি গোটা দেশের সামনে বলতে চাই, সময় এবং জায়গা তুমি বলবে, আমি আমার সমস্ত ডকুমেন্টস তোমার সামনে এনে হাজির করব। ২৫/৩০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার পর ২০১১ সালে আন্ধেরিতে একটি বাড়ি কিনেছি আমি। প্রয়োজনে সেই ডকুমেন্টও আমি নিয়ে আসব। আর সম্প্রতি যে জায়গা কিনেছি তার ডকুমেন্টো হাজির করব। রাজনীতিতে অংশ নেওয়ার বহু আগেই আমি ফ্ল্যাটটি কিনেছিলাম।”
?????? ?????? ?? ??????? ?????? ??? ?????????. pic.twitter.com/48cDaOb1Os
— ???????????? (@KanganaMemes) January 3, 2021
তবে শুধু ঊর্মিলাই নন, কঙ্গনার টুইটবাণ ধেয়ে এসেছিল দীপিকা পাড়ুকোন, তাপসী পান্নুদের উপরেও। আর একটি টুইটে কঙ্গনা লেখেন, “বুলি দ্য উডয়ের আর একটি বিষয় সামনে চলে এল। যারা জেএনইউয়ে ছাত্র আন্দোলন এবং শাহীন বাগ আন্দোলনকে সমর্থন করেছিল তারা দাঙ্গা বাধাতেও সাহায্য করেছে। সন্ত্রাসবাদীর থেকে কোনও অংশে কম নয় তারা। জেগে ওঠ ভারত।” প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে যখন স্বজনপোষণ বিতর্ক তুঙ্গে তখন জয়া বচ্চন সংসদে বলিউডকে কালিমালিপ্ত না করার আর্জি জানালে তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন কঙ্গনা। সেই ঘটনার প্রতিবাদ করেন ঊর্মিলাসহ বলিউডের একাংশ। থেমে থাকেননি কঙ্গনাও। সে সময় ঊর্মিলাকে ‘ সফট পর্ণ’ অভিনেত্রী বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। তা নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। ইন্ডাস্ট্রির একটা বড় অংশ যদিও দাঁড়িয়েছিল ঊর্মিলার পাশেই।
Now that it is proved that JNU students spread misinformation and lies about CAA, they have admitted that they participated in spreading hate, lies and terrorism. Will these filmy clowns apologise to this nation but who will compensate for the lives that are lost in Delhi riots? https://t.co/AMUDTDyV3d
— Kangana Ranaut (@KanganaTeam) January 3, 2021