পন্থের উচ্চতা নিয়ে বিশ্রী খোঁচা উর্বশীর! তুমুল নিন্দের মুখে ‘ভোলবদল’
Urvashi Rautela: অতীতে বারেবারে তিক্ততার মুখোমুখি হয়েছেন পন্থ ও উর্বশী। বছর দুয়েক ঊর্বশীর সঙ্গে নেটযুদ্ধ শুরু হয়েছিল ঋষভ পন্থের। ঊর্বশী জানিয়েছিলেন, ২০১৮ সালে নাকি হোটেলের লবিতে ‘RP’ ঘণ্টার পর-ঘণ্টা অপেক্ষা করেছিলেন ঊর্বশীর জন্য।
জীবন থেকে ঋষভ পন্থের নাম মুছে ফেলেছিলেন উর্বশী রাউতেলা। পন্থের প্রসঙ্গ আসতেই এড়িয়ে যেতে দেখা যেত তাঁকে। এমনকি পন্থ নামটা শুনলেই এড়িয়ে যেতেন তিনি। তবে ফের একবার পন্থকে জড়িয়ে সমালোচনার মুখে পড়লেন এই নায়িকা। সম্প্রতি বিয়ের এক ওয়েবসাইটের বিজ্ঞাপনে প্রধান মুখ হিসেবে দেখা গিয়েছে তাঁকে। ওই বিজ্ঞাপনেই তাঁকে বলতে শোনা গিয়েছে, আজও তিনি সিঙ্গল। বলিউডে থেকে ব্যাটসম্যান অনেকের সঙ্গেই দেখা হয়েছে তাঁর। তবে এ যাবৎ পাননি কোনও মনের মানুষ। এখানেই শেষ নয়, ব্যাটসম্যান প্রসঙ্গ এনেই তাঁকে বলতে শোনা যায়, “কেউ কেউ আছে আমার উচ্চতারও নয়।” নেটিজেনদের ক্ষোভ মূলত ওই বক্তব্যকে নিয়ে। একজন লেখেন, “আপনি তো রীতিমতো বডি শেমিং করছেন। ওঁর নখের যোগ্য হয়ে দেখান আগে।” আর একজন লেখেন, “এখন বুঝতে পারছি কেন পন্থের সঙ্গে ভাল নয় আপনার সম্পর্ক। আপনি মানুষটাই ভীষণ জাজমেন্টাল।”
তীব্র সমালোচিত হওয়ার পর যদিও সুর নরম উর্বশী। তাঁর বিরুদ্ধে এ হেন অভিযোগের আসার পর একটি বক্তব্য রেখেছেন তিনি। তিনি বলেন, “এটা একটি ব্র্যান্ডের চিত্রনাট্য, কারও দিকে ইঙ্গিতপূর্ণ নয়। একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমি বুঝতে পারছি, যা বলেছি সাধারণের উপর তার প্রভাব পড়বে। তবে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি।”
View this post on Instagram
অতীতে বারেবারে তিক্ততার মুখোমুখি হয়েছেন পন্থ ও উর্বশী। বছর দুয়েক ঊর্বশীর সঙ্গে নেটযুদ্ধ শুরু হয়েছিল ঋষভ পন্থের। ঊর্বশী জানিয়েছিলেন, ২০১৮ সালে নাকি হোটেলের লবিতে ‘RP’ ঘণ্টার পর-ঘণ্টা অপেক্ষা করেছিলেন ঊর্বশীর জন্য। এই ‘RP’ বলতে তিনি বুঝিয়েছিলেন ঋষভকেই। এর পরিপ্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছিলেন ঋষভও। তিনি বলেছিলেন, “আমি কেবল ভাবি, দুর্দান্ত হেডলাইন তৈরি করার জন্য কীভাবে মানুষ মিথ্যার আশ্রয় নেন। দেখে দুঃখ হয়, যশ এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ কতখানি পিপাসু। ঈশ্বর তাঁদের মঙ্গল করুন।” তারপর তিনি ঊর্বশীকে বোন সম্বোধন করে বলেছিলেন, “আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যেরও সীমা থাকা প্রয়োজন।” যদিও পন্থের দুর্ঘটনার খবর শুনেই হাসপাতালে হাজির হয়েছিলেন উর্বশী। তাঁদের দেখা হয়েছিল কিনা তা অজানা, তবে হাসপাতালের সামনে থেকে ছবি তুলেছিলেন নায়িকা।