লাজুক স্বভাবের ছিলেন, স্পটলাইট একেবারেই পছন্দ ছিল না ভিকির

ভিকির কথায় লাজুক হলেও দুষ্টু ছিলেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন কালো ঘোড়া। তাঁর মা ভাবতেন ভাই সানি বুঝিই সবচেয়ে দুষ্টু। কিন্তু ছিল উল্টো। মধ্যবিত্ত পরিবারে জন্ম ভিকির। বাবা ছিলেন ফাইট মাস্টার।

লাজুক স্বভাবের ছিলেন, স্পটলাইট একেবারেই পছন্দ ছিল না ভিকির
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 12:12 AM

ভিকি কৌশল। বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। ‘উরি’, ‘রাজি’র মত হিট ছবি তাঁর ঝুলিতে। কিন্তু জানেন কি টিনএজ ক্রাশ ছোটবেলায় খুবই লাজুকের স্বভাবের ছিলেন। স্পটলাইট একেবারেই পছন্দ ছিল না তাঁর। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেতা।

ভিকির কথায় লাজুক হলেও দুষ্টু ছিলেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন কালো ঘোড়া। তাঁর মা ভাবতেন ভাই সানি বুঝিই সবচেয়ে দুষ্টু। কিন্তু ছিল উল্টো। মধ্যবিত্ত পরিবারে জন্ম ভিকির। বাবা ছিলেন ফাইট মাস্টার। পড়াশোনায় বরাবরই ভাল ভিকি কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবেও। সিনেমা দেখা, খেলা ধুলো পছন্দ ছিল তাঁর। ভিকির কথায় মনে মনে অভিনয়কে যে তিনি ভালবাসেন তা বুঝেছেন অনেক পরে। বিভিন্ন নাচের প্রতিযোগিতায় অংশ নিতে ভালবাসতেন তিনি। এমনিতে চাপা স্বভাবের ছেলেটির মঞ্চের মধ্যে একেবারে অন্য রূপ। মঞ্চই তাঁকে নিজেকে মেলে ধরার সুযোগ করে দিয়েছিল।

‘মসন’ ছবির মধ্য দিয়েই প্রথম বলিব্রেক মেলে ভিকির। সেই ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল সমালোচকদের। এর পর ‘সঞ্জু’ থেকে ‘উরি’– ভিকি থামেননি আর। সেই ভিকি এক্সপ্রেস এখনও চলছে। হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। ‘সর্দার উদম সিং’য়ের বায়োপিকে দেখা যাবে তাঁকে। তাঁর এবং ক্যাটরিনার প্রেম নিয়েও উত্তাল বলিপাড়া।