জন্মদিনে তলোয়ার দিয়ে কেক কেটে বিপাকে অভিনেতা, ক্ষমা চাইলেন প্রকাশ্যে

জন্মদিনে ইউনিটের সবাইকে নিয়ে মজা করে কেক কেটেছিলেন সেটেই। শুধু ছুরির বদলে হাতে নিয়েছিলেন তলোয়ার। আর তাতেই বিপাকে পড়লেন অভিনেতা।

জন্মদিনে তলোয়ার দিয়ে কেক কেটে বিপাকে অভিনেতা, ক্ষমা চাইলেন প্রকাশ্যে
এই সেই বিতর্কিত ছবি।
Follow Us:
| Updated on: Jan 16, 2021 | 4:37 PM

জন্মদিনে ইউনিটের সবাইকে নিয়ে মজা করে কেক কেটেছিলেন সেটেই। শুধু ছুরির বদলে হাতে নিয়েছিলেন তলোয়ার। আর তাতেই বিপাকে পড়লেন তামিল অভিনেতা বিজয় সেতুপতি। সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলের শিকার হলেন তিনি। প্রকাশ্যে চাইতে হল ক্ষমাও।

দিন কয়েক আগে পরিচালক পোনরাম এবং তাঁর টিম বিজয়ের জন্য স্পেশাল জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই দক্ষিণী মুভির কায়দায় তলোয়ার দিয়েই বার্থডে কেক কেটেছিলেন বিজয়। সেই ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এর আগে স্থানীয় কিছু দুষ্কৃতি জন্মদিনে তলোয়ার দিয়ে কেক কাটায় চেন্নাই পুলিশ তাদের গ্রেফতার করেছিল। সেই প্রসঙ্গই টেনে এনে নেটিজেনদের একাংশ বিজয়ের দিকে আঙুল তুলে বলেন, একই কাজের জন্য বিজয়কেও তবে গ্রেফতার করা হোক। নিয়ম তো তিনিও ভেঙেছেন।

এর পরেই নিজের টুইটার হ্যান্ডেল থেকে ক্ষমা চেয়ে বিজয় লেখেন, “জন্মদিনে যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তলোয়ার দিয়ে কেক কেটেছি আমি। এখানে জানিয়ে রাখি, পরিচালক পোনরামের আগামী যে ছবিটিতে আমি কাজ করতে চলেছি তাতে তলোয়ারের বিশেষ ভূমিকা রয়েছে। অনেকেই বলেছে এ বড়ই খারাপ উদাহরণ। আমি এ বার থেকে সতর্ক থাকব। যদি কাউকে আঘাত করে থাকি আমি ক্ষমা চাইছি।”

কিছু দিন আগেই বিজয়ের ছবি ‘মাস্টার’ মুক্তি পেয়েছে বড় পর্দায়। বকদ অফিসে সে ছবি ভালই ব্যবসা করেছে এখনও পর্যন্ত।

viral

সেই ভাইরাল ছবি