‘সরল শান’, বোঝেন না ছবি তোলার সময় স্ত্রীর কাঁধে হাত দিতে হয়! বললেন কে?
Shaan: সম্প্রতি শানের উপর খুব রেগে গিয়েছেন তাঁর স্ত্রী। একটি স্টুডিয়োতে ছবি তুলতে গিয়েছিলেন শান এবং রাধিকা। সেখানে ফটোগ্রাফার তাঁকে ইশারায় রাধিকার কাঁধে হাত দিয়ে পোজ় দেওয়ার কথা বলেন। শান বুঝতেই পারেন না সেই ইশারা। শান তাই নিজের কাঁধে হাত দিয়ে ছবি তোলার পোজ় দেন। স্ত্রী তাঁর দিকে কটমট করে তাকিয়ে বেরিয়ে যান।

২০০৩ সাল থেকে স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন মুম্বইয়ের বাঙালি গায়ক শান। তাঁর ব্যবহার অমায়িক। মুখে সদা লেগে থাকে হাসি। গায়কের নিকট বন্ধু-বান্ধবেরা বলেন, তেমন কোনও ইগো নেই শানের। খুবই সহজ সরল একজন মানুষ। চট করে মানুষকে বিশ্বাস করে ফেলেন। স্ত্রী অন্তঃপ্রাণ তিনি। সন্তানকে আগলে রাখেন। বন্ধুবান্ধবদের অত্যন্ত প্রিয়। সর্বোপরি খুবই মিষ্টি স্বভাবের একজন মানুষ।
কিন্তু সম্প্রতি শানের উপর খুব রেগে গিয়েছেন তাঁর স্ত্রী। একটি স্টুডিয়োতে ছবি তুলতে গিয়েছিলেন শান এবং রাধিকা। সেখানে ফটোগ্রাফার তাঁকে ইশারায় রাধিকার কাঁধে হাত দিয়ে পোজ় দেওয়ার কথা বলেন। শান বুঝতেই পারেন না সেই ইশারা। শান তাই নিজের কাঁধে হাত দিয়ে ছবি তোলার পোজ় দেন। স্ত্রী তাঁর দিকে কটমট করে তাকিয়ে বেরিয়ে যান।
View this post on Instagram
বিষয়টি নিয়ে একটি রিল তৈরি করেছেন শান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই রিল। এখন ইনস্টাগ্রামের যুগ। চর্চায় থাকার জন্য শানের মতো তারকারাও এখন নানা ধরনের রিল তৈরি করছেন। তাঁর পোস্ট হওয়া রিলটি বেশ জনপ্রিয় হয়েছে এবং তাতে নেতিজ়েনরা প্রতিক্রিয়াও জানিয়েছেন। বেশিরভাগ অনুরাগীই শানের তারিফ করেছেন খুবই। বলেছেন, “এটাই বোঝা যায় যে, ভাই খুবই সরল একজন মানুষ। স্ত্রীকে কীভাবে খুশি করতে হয়, সেটাও বোঝেন না তাঁরা।”





