সৌরভের ভিডিয়ো ভাইরাল হতেই বিরক্ত নেটিজেন, ‘ছিঃ! এমনটা কেন করলেন?”
গত ১৫ ডিসেম্বর বিয়ে করেছিলেন সৌরভ-দর্শনা। আগে থেকে কিছুই জানানি ওঁরা। বিয়ের দু’সপ্তাহ আগেই প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রেমের খবর। কেন এই গোপনীয়তা?

সৌরভ দাস– জেন ওয়াইদের পরিচিত মুখ তিনি। সেই সৌরভ দাসের অবস্থা দেখেই এখন ভক্তদের মধ্যে হাহাকার। অভিনেতা করেছেনটা কী! কেনই বা এমন অবস্থা হয়ে গেল তাঁর? প্রশ্ন তুলেছেন তাঁরা। কিন্তু কেন? কী এমন করেছেন সৌরভ? ছেঁড়া জ্যাকেট, খুলে যাওয়া পোশাক, আর উশকো খুসকো চুলে শহরের শপিংমুলে ঢুকতেই তাঁকে ঘিরে তীব্র আলোচনা। এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে সৌরভের ওই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা দেখে এক ভক্তের মন্তব্য, “দাদা কি বিয়ে করে খারাপ আছেন? এই অবস্থা কী করে হল আপনার? দেখেই তো বিশ্রী লাগছে।” আর একজন লিখেছেন, “এটা আপনার কাছে স্টাইল স্টেটমেন্ট হতে পারে। কিন্তু আমাদের কাছে নয়। প্লিজ এই সব পরতে যুবসমাজকে উদ্বুদ্ধ করবেন না।” তাতে অবশ্য সৌরভের বিশেষ কিছু যায় আসে না। পোশাক নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে বরাবরই পছন্দ করেন তিনি। এর আগে ঘাঘরা পরে পোস্ট করেছিলেন ছবি। সে সময়ও ট্রোলেরও মুখোমখি হতে হয়েছিল তাঁকে। অনেকেই তাঁকে তকমা দিয়েছিলেন ‘গরীবের রণবীর সিংয়ের’। তবে ওই যে, সৌরভ বাঁচেন তাঁর শর্তে। এটাই যে তাঁর ‘ফ্যাশন ইউএসপি’।
গত ১৫ ডিসেম্বর বিয়ে করেছিলেন সৌরভ-দর্শনা। আগে থেকে কিছুই জানানি ওঁরা। বিয়ের দু’সপ্তাহ আগেই প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রেমের খবর। কেন এই গোপনীয়তা? সৌরভ জানিয়েছিলেন, আগের বেশ কিছু সম্পর্ক কাজ করেনি। তাই এই সম্পর্ক পরবর্তী ধাপে না এগনো পর্যন্ত যৌথভাবে এই সিদ্ধান্তই নিয়েছিলেন দু’জনে। ওই যে প্রবাদ– ‘কিপ ইট প্রাইভেট, আনটিল ইটস পারমানেন্ট’– যতক্ষণ না পর্যন্ত স্থায়ী কিছু হচ্ছে তাঁকে ব্যক্তিগতই রাখা উচিৎ। বিয়ের পর দু’জনেই কাজে ফিরেছেন। এক ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে তাঁদের।
View this post on Instagram





