এ কী হল রাজের? চেনা দায়, শুভশ্রীর শেয়ার করা ছবি দেখেই চমকে উঠল দর্শকেরা
Shocking Picture: ছোট্ট আউটিং, ডিনার কিংবা কাছেপিঠে কোনও ট্রিপ, নিজেদের ব্যবস্তা থেকে সামান্য সময় বার করে নিয়ে এভাবেই ভাল আছেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা বেজায় সক্রিয়। মাঝে মধ্যেই একে অন্যের সঙ্গে ছবি পোস্ট করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিপাড়ার অন্যতম জুটি। যাঁরা বর্তমানে বাবলি ছবির কাজ নিয়ে ব্যস্ত। রাজ ও শুভশ্রীর জুটি (পরিচালক-অভিনেত্রী) পর্দায় যতটা দর্শক মনে জায়গা করে নিয়েছে, পর্দার পিছনেও তাঁদের রসায়ন প্রশংসনীয়। কাজের সূত্রে ব্যস্ততা থাকে তুঙ্গে। পাশাপাশি সংসারও সমান তালে সামলে চলেছেন তাঁরা। দুই সন্তান নিয়ে ভালই কাটছে জুটির সময়। অবসরে পারিবারিক সময় কাটাতেই তাঁরা বেশি পছন্দ করেন। ছোট্ট আউটিং, ডিনার কিংবা কাছেপিঠে কোনও ট্রিপ, নিজেদের ব্যবস্তা থেকে সামান্য সময় বার করে নিয়ে এভাবেই ভাল আছেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা বেজায় সক্রিয়। মাঝে মধ্যেই একে অন্যের সঙ্গে ছবি পোস্ট করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না।
রাজের সঙ্গে সেলফি তুলে তা শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যা নিয়ে এবার শোরগোল নেটপাড়া। চেনাই যাচ্ছে না রাজকে। কে ইনি? ক্লিন সেভ করে একেবারে অন্য লুকে ধরা দিলেন রাজ। শুভশ্রীর সেলফি দেখে বোঝাই যায় যে তাঁরা ব্যাডমিন্টন কোর্টে রয়েছেন। আর সেখান থেকেই রাজের সঙ্গে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়া শেয়ার করে নিলেন শুভশ্রী।
সদ্য বাবলি ছবির শুট শেষ করেছেন তাঁরা। এখন কিছুটা শরীর চর্চায় নজর। যদিও এই জুটি বরাবরই শরীর সম্পর্কে সচেতন। দ্বিতীয়বার মা হওয়ার সময় শুভশ্রী শেষ পর্যন্ত শরীরচর্চা করে গিয়েছেন। যার ফলে এবার আর তাঁর শরীরে মেদ জমেনি। তবে বাবলি চরিত্রের জন্য তাঁকে বেশি কিছুটা ওজন বাড়াতে হয়েছিল। যাও বর্তমানে ঝরিয়ে ফেলেছেন অভিনেত্রী।