মৃত্যুর থেকেও বেশি কোন জিনিসকে ভয় পান সৌমিতৃষা?

Soumitrisha Kundu: দেবের হাত ধরেই টলিউডে পা রেখেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। তাঁর প্রথম ছবি 'প্রধান' বক্সঅফিসে মোটের উপর ভালই পারফর্ম করেছিল। টলিটাউনে যদিও রটনা বড় পর্দার পা রাখার পর থেকে নাকি মাথা ঘুরে গিয়েছে সৌমিতৃষার। অহঙ্কারী হয়ে পড়েছেন তিনি। সত্যিই কি তাই?

মৃত্যুর থেকেও বেশি কোন জিনিসকে ভয় পান সৌমিতৃষা?
Follow Us:
| Updated on: Aug 29, 2024 | 5:26 PM

দেবের হাত ধরেই টলিউডে পা রেখেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। তাঁর প্রথম ছবি ‘প্রধান’ বক্সঅফিসে মোটের উপর ভালই পারফর্ম করেছিল। টলিটাউনে যদিও রটনা বড় পর্দার পা রাখার পর থেকে নাকি মাথা ঘুরে গিয়েছে সৌমিতৃষার। অহঙ্কারী হয়ে পড়েছেন তিনি। সত্যিই কি তাই? সৌমিতৃষা স্বীকার করেননি। তবে অকপটেই তিনি জানিয়েছেন মৃত্যুর থেকেও একটি জিনিসকে ভয় পান তিনি। কী সেই জিনিস জানেন?

স্টোরিতে যে কোট শেয়ার করেছেন এই অভিনেত্রী তাতে স্পষ্টতই লেখা, ‘মৃত্যুর চেয়েও বেশি ভয় লাগে অসফল হতে।” হেরে যেতে চান না তিনি। জিততে চান প্রতিনিয়ত। সেই কারণে সোজাসাপটা অভিনেত্রী। দেবের পর তিনি কাজ করেছেন অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। কিছু দিন আগেই শেষ হয়েছে সেই ছবির শুটিং। মুক্তির প্রতীক্ষায় সেই ছবি।

ছোট পর্দা দিয়েই শো-বিজে অভিষেক হয়েছিল সৌমিতৃষার। ধারাবাহিকে অভিনয় করছেন বহু দিন ধরেই। যদিও তাঁর প্রথম উল্লেখযোগ্য কাজ ‘মিঠাই’। ওই ধারাবাহিকের মধ্যে দিয়েই লাইমলাইটে আসেন তিনি। রাতারাতি জায়গা করে নেন দর্শকের মনে। যদিও এই ছোট্ট কেরিয়ারে বহুবার বিতর্কেও জড়াতে  দেখা গিয়েছে তাঁকে। তন্বী লাহা রায়ের সঙ্গে তাঁর ঝামেলার কথা কারও অজানা নয়। এখানেই শেষ নয়, মিঠাই ধারাবাহিকের সহ অভিনেতা আদৃত রায়ের সঙ্গেও সম্পর্ক প্রথম দিকের মতো নেই আর। শুধু কি তাই? কিছু মাস আগেই বিয়ে করেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। সেই বিয়েতেও আমন্ত্রণ পাননি সৌমিতৃষা।