গৌরীর হুমকিতে বাড়ি থেকে বেরতে বাধ্য হন শাহরুখ, কিন্তু কেন?

Bollywood Gossip: পরিবারকে যেভাবে আগলে রেখেছেন তিনি, তিন সন্তানদের যেভাবে মানুষ করেছেন, স্ত্রী গৌরী খানকে যতটা মর্যাদা দিয়েছেন, তা বারবার সকলের নজর কেড়েছে। তিনি কেবল স্ত্রী গৌরী খানকেই নন, যে কোনও মহিলাকেই যথাযত সম্মান দিয়ে থাকেন।

গৌরীর হুমকিতে বাড়ি থেকে বেরতে বাধ্য হন শাহরুখ, কিন্তু কেন?
Follow Us:
| Updated on: May 31, 2024 | 5:27 PM

শাহরুখ খান, বলিউডের শাহেনশাহ। ফলে তাঁকে নিয়ে যে ভক্ত মনে উত্তেজনার পারদ তুঙ্গে থাকবে, তা বলাই বাহল্য। ব্যক্তিজীবন থেকে শুরু করে ছবির জগত, প্রতিটা ক্ষেত্রেই শাহরুখ খানকে নিয়ে কৌতুহলের অভাব নেই। সেই অভিনেতা মঞ্চে দাঁড়িয়ে এ কী বললেন? শূণ্য থেকে শুরু করে আজ তিনি বলিউডে রাজত্ব করছেন, হাজার হাজার মানুষের মনে জায়গা করে নিয়েছেন। শাহরুখ খান শত শত মানুষের কাছে অনুপ্রেরণা। পরিবারকে যেভাবে আগলে রেখেছেন তিনি, তিন সন্তানদের যেভাবে মানুষ করেছেন, স্ত্রী গৌরী খানকে যতটা মর্যাদা দিয়েছেন, তা বারবার সকলের নজর কেড়েছে। তিনি কেবল স্ত্রী গৌরী খানকেই নন, যে কোনও মহিলাকেই যথাযত সম্মান দিয়ে থাকেন।

যদিও তাঁকে কটাক্ষ স্পর্শ করেনি এমনটা নয়। সন্তানদের নিয়ে যেভাবে তিনি প্রতিটা পদে পদে সচেতন থাকেন, তা আদর্শ বাবারই কাজ। বিশেষ করে তা স্পষ্ট হয়ে যায়, একাধিকবার যখন শাহরুখ খানের কাছে তাঁর সন্তানদের ডেবিউ নিয়ে আর্জি পৌঁছিয়েছেন, ততবারই তিনি তা ফিরিয়েছেন লেখাপড়ার জন্যে। সঠিক সময়ের অপেক্ষা করতে পছন্দ করেন কিং খান। আর সেই সময় আসতেই সন্তানদের কেরিয়ারের পাশে দাঁড়ান তিনি।

সেই কিং খানকে বাড়ি থেকে বার করে দেওয়ার প্রয়োজন পড়ল কেন? এkবার শাহরুখ খান খোলা মঞ্চে দাঁড়িয়ে আবারও বিতর্কিত মন্তব্য ছুঁড়ে দিলেন তাঁর পরিবারের উদ্দেশে। তবে সত্যি কি তা বিতর্কিত? শাহরুখ খান একবার পুরস্কার হাতে মঞ্চে বলেছিলেন, ”আমার একের পর এক ছবি ফ্লপ যাচ্ছিল। একপ্রকার নিজের ওপর রাগ থেকেই বাড়িতে বসে গিয়েছিলাম। সকলকে আনন্দ দিতাম। একটা সময় আমার স্ত্রী আমার সন্তানেরা আমায় অনুপ্রাণিত করে, আমায় বলে আনন্দ দেওয়ার হলে পর্দায় গিয়ে দাও। আমায় বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেয়।” এরপরই তাঁকে বলতে শোনা গেল, এই বার্তা আমার তিন সন্তান ও স্ত্রীর জন্য, যতদিন তোমাদের বাপ বেঁচে আছে, বিনোদন জাড়ি থাকবে। সম্প্রতি জি-সিনে অ্যাওয়ার্ড-এর মঞ্চে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করতে দেখা গেল শাহরুখ খানকে। এবছর, জি সিনে অ্যাওয়ার্ডে বহু সম্মানে পুরস্কৃত হতে দেখা যায় পাঠান, জওয়ান ছবিকে।