‘এত বড় সাহস’! ‘ঐশ্বর্য’ বলে ডাকতেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ জয়ার
Jaya Bachchan: সালটা ২০১৩। পরিচালক সুভাষ ঘাই আয়োজিত এক পার্টিতে হাজির হয়েছিলেন ঐশ্বর্য ও তাঁর শাশুড়ি মা জয়া বচ্চন। পার্টিতে ঢোকার মুখে তাঁদের ঘিরে ধরে পাপারাৎজি। সেই ভিড়ের মধ্যে থেকেই আচমকা এক ব্যক্তি ঐশ্বর্যর নাম ধরে ডেকে দেন। আর তাতেই মারাত্মক চটে যান জয়া।
এই মুহূর্তে বলিউড জুড়ে একটাই গুঞ্জন। বচ্চন পরিবারে নাকি জোর অশান্তি। শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। এও শোনা যাচ্ছে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বিবাদের কারণেই নাকি এই মুহূর্তে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন রাই সুন্দরী। এ সবের মধ্যেই ফিরে দেখা যাক এমন এক ঘটনা, যা দেখে এই রটনায় কিছুটা হলেও পরিবর্তন এলেও আসতে পারে।
সালটা ২০১৩। পরিচালক সুভাষ ঘাই আয়োজিত এক পার্টিতে হাজির হয়েছিলেন ঐশ্বর্য ও তাঁর শাশুড়ি মা জয়া বচ্চন। পার্টিতে ঢোকার মুখে তাঁদের ঘিরে ধরে পাপারাৎজি। সেই ভিড়ের মধ্যে থেকেই আচমকা এক ব্যক্তি ঐশ্বর্যর নাম ধরে ডেকে দেন। আর তাতেই মারাত্মক চটে যান জয়া। বাড়ির বউয়ের নাম ধরে ডাকা? যুদ্ধে নামতে দেখা যায় তাঁকে। চিৎকার করে সেই ব্যক্তির উদ্দেশে জয়াকে বলতে শোনা যায়, ‘ঐশ্বর্য ঐশ্বর্য কী আবার? এক স্কুলে পড়ত নাকি তোমার?” সেদিন বৌমার পাশে এভাবেই দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও আজ বাতাসে ভেসে বেড়ায় নানা গুঞ্জন।
এমনিতে পাপারাৎজির সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক একেবারেই ভাল নয়। পাপারাৎজি দেখলেই রেগে যান তিনি। কখনও ছবি না তুলে চলে যান, কখনও আবার তাঁর অনুমতি না নিয়ে ছবি তোলায় চিৎকার করে ওঠেন। তবে ব্যতিক্রম দেখা গিয়েছিল একবারই। ডিজাইনার সন্দীপ খোসলার এক ইভেন্টে হাসিমুখে পোজ দিয়েছিলেন জয়া। চমকে গিয়েছিল পাপারাৎজিও। এরকম রূপ যে আগে কখনও দেননি তাঁরা। আজ অর্থাৎ ৯ এপ্রিল তাঁর জন্মদিন। জীবনের ৭৬ টি বসন্ত কাটিয়ে ফেলেছেন তিনি। সেউ উপলক্ষে স্বামী অমিতাভ এক ভালবাসার পোস্টও করেছেন তাঁকে নিয়ে।