Katrina Kaif: দীপিকার সঙ্গে পার্টিতে রণবীর! সহ্য করতে না পেরে হানা দেন ক্যাটরিনা?
Katrina Kaif: দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আচমকাই ক্যাটরিনা কাইফের প্রেমে পড়েছিলেন বলিউডের 'ক্যাসানোভা' রণবীর কাপুর। দীপিকার সঙ্গে মুখ দেখাদেখি ছিল বন্ধ।
দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আচমকাই ক্যাটরিনা কাইফের প্রেমে পড়েছিলেন বলিউডের ‘ক্যাসানোভা’ রণবীর কাপুর। দীপিকার সঙ্গে মুখ দেখাদেখি ছিল বন্ধ। কিন্তু ইমতিয়াজ আলি অসম্ভবকে করেছিলেন সম্ভব। দুজনকে কাস্ট করেছিলেন ‘তামাশা’ ছবিতে। সেই ছবিরই র্যাপ-আপ পার্টিতে নাকি এক কাণ্ড ঘটান ক্যাটরিনা। আমন্ত্রণ না থাকা সত্ত্বেও নাকি কার্যত ‘গেট ক্র্যাশ’ করে হাজির হয়েছিলেন সেখানে, রটেছিল তেমনটাই। রটেছিল যে প্রেমিকের সঙ্গে প্রাক্তনকে সহ্য করতে না পেরেই নাকি সেখানে হানা দিয়েছিলেন তিনি। সত্যিই কি তাই? সম্প্রতি এ নিয়েই মুখ খুলেছিলেন ক্যাট। তাঁর কথায়, “এটা যখন রটে তখন আমিও তা শুনেছিলাম। আমার একটা কথাই মনে হয়েছিল, মানুষ ক্যাটরিনাকে কী ভাবে? কী মনে হয়? আমি খুব বোকা? কী মনে হয় রণবীর-দীপিকা এরা সবাই বোকা? যেখানে আমাকে ডাকা হয়নি, সেখানে আমি কেন যাব?” এখানেই থামেননি তিনি আরও যোগ করেন, “মানুষ এ সব কল্পনায় ভেবে নেয়। আমি কাউকে দোষ দিচ্ছি না। কারণ নিজের ব্যক্তিগত জীবনে কী চলছে, তা সবাইকে বলতে আমি বাধ্য নই।”
প্রসঙ্গত রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের মধ্যে ভাঙা সম্পর্ক জোড়া লাগার খবর ছড়িয়ে পড়ে তামাশা ছবির সেট থেকেই। দীর্ঘ আট বছর পর আবারও দীপিকাকে মন দিয়েছিলেন রণবীর। তবে এবার পালা ছিল দীপিকার। তিনি আর সম্পর্ক রাখতে চাননি রণবীর কাপুরের সঙ্গে। একদিকে যখন এই প্রেমলীলা তুঙ্গে, তখনই অন্যদিকে মন ভাঙে ক্যাটরিনার। গোপনে বাকদান থেকে শুরু করে লিভইন, সবটাই ছিল ঠিকঠাক। তবে বলিউডের ক্যাসানোভার মন ধরে রাখা এক প্রকার ছিল বেজায় কঠিন। যদিও সেই রণবীরই এখন গুছিয়ে সংসার করছেন। সংসার পেতে বেজায় খুশি তাঁর তিন প্রাক্তনও।
View this post on Instagram