Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যাওয়া যাবে না ঐশ্বর্যের বাড়ির ধারে কাছে’, সলমনকে চোখ রাঙানি পুলিশের

Salman-Aishwarya Relation: বলিউডে কান পাতলে শোনা যেতে তাঁর সঙ্গে ঐশ্বর্যের বিচ্ছেদের অন্যতম কারণই হল অশান্তি। শোনা যেত ঐশ্বর্যের গায়ে নাকি হাতও তুলেছিলেন সলমন খান।

'যাওয়া যাবে না ঐশ্বর্যের বাড়ির ধারে কাছে', সলমনকে চোখ রাঙানি পুলিশের
Follow Us:
| Updated on: Jan 29, 2025 | 12:52 PM

সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের সম্পর্কের কাহিনি সকলের মুখে মুখে ফেরে। বর্তমানে ঐশ্বর্য সংসার করছেন অভিষেক বচ্চনের সঙ্গে। অন্যদিকে সলমন খান ৫৯ বছর বয়সে এসেও সিঙ্গল। যদিও এই সিঙ্গল থাকার বিষয়টায় কখনওই সিলমোহর দেননি ভাইজান। তবে বিয়ের পিঁড়িতে যে তিনি আর বসছেন না, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন বহুবার। ঐশ্বর্যের সঙ্গে সম্পর্ক হোক কিংবা বিচ্ছেন, ব্যক্তি জীবন নিয়ে নানা মন্তব্য করেও থাকেন তিনি। বলিউডে কান পাতলে শোনা যেতে তাঁর সঙ্গে ঐশ্বর্যের বিচ্ছেদের অন্যতম কারণই হল অশান্তি। শোনা যেত ঐশ্বর্যের গায়ে নাকি হাতও তুলেছিলেন সলমন খান। যদিও সেই প্রসঙ্গে মুখ না খুললেও অশান্তি যে হতো, সেই প্রসঙ্গ মোটেও এড়িয়ে গেলেন না বলিউড ভাইজান।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “হম এগুলো সত্যি, তবে সবটাই বাড়িয়ে বলা হয়। আমি ওর সঙ্গে সম্পর্কে ছিলাম। যদি লড়াই না থাকে, তবে কোনও প্রেম নেই। আমার দিক থেকে যে লড়াই, পজেসিভনেস কাজ করত, সবটাই ভালবাসা থেকে। আমায় পুলিশের তরফ থেকে মানা করা হয়েছে ওর বাড়ি না যেতে।” প্রসঙ্গত, শোনা যায় একবার সলমন খান ঐশ্বর্যকে ফেরানোর জন্যে রাত তিনটের সময় পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্যের বাড়িতে। বলেছিলেন তিনি ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেবেন। তবুও দরজা খোলেননি ঐশ্বর্যর বাড়ির কেউ। পুলিশে ফোন করে জানানো হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন সলমন।