নাম মদালসা শর্মা, বিবাহসূত্রে যদিও তাঁর আরও এক পদবী রয়েছে। তিনি মদালসা চক্রবর্তীও। মিঠুন চক্রবর্তীর আদরের বৌমা।
বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো-- তাঁরই স্ত্রী হলেন মদালসা। তিনি নিজেও কিন্তু অভিনেত্রী। তবে তাঁকে নিয়ে সংসারে নিত্য অশান্তি। উঠতে বসতে শুনতে হয় গালিগালাজ।
কী এমন করেছেন তিনি, যে তাঁকে নিয়ে এত অশান্তি? তাঁর জন্ম ১৯৯১ সালে। তাঁর বাবা সুভষা শর্মা পেশায় প্রযোজক ও পরিচালক।
অন্যদিকে মা শিলা শর্মা অভিনেত্রী। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। পড়াশোনা করেছেন মুম্বইয়ের মিঠিবাই কলেজে।
ছোট থেকেই অভিনয় ভালবাসতেন তিনি। অভিনয় শিখেছেন নমিত কাপুরের অ্যাক্টিং স্কুলে। তাঁর গুণ কিন্তু প্রচুর। তা সত্ত্বেও তাঁকে দেখলে তেলেবেগুনে জ্বলে ওঠে নেটজেন। কেন?
এ সবই তাঁর অভিনয় ক্ষমতার জোর। শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি সংস্করণ 'অনুপমা'য় তিনিই জুন আন্টি। আর সে কারণে লোকসমাজে তাঁকে শুনতে হয় নানা কুকথা। অনেকেই তাঁকে তকমা দেন হোম ব্রেকার হিসেবেও।
গুলিয়ে ফেলেন রিল ও রিয়েলের হিসেব। ব্যাপারটা ভালই উপভোগ করেন তিনি। ক্রেডিট হিসেবেই নেন এই 'অপমান'।