Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদেশের রাস্তায় মহিলার ঠোঁটে চুমু যুবরাজ সিংয়ের? ‘স্ত্রী থাকতে এভাবে…’

শুধু ক্রিকেটিয় কেরিয়ারই নয়, ব্যক্তিগত জীবনেও দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে এসেছিলেন আলোচনায়। শোনা যায়, সম্পর্কে রণবীরের আগমনের কারণের বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

বিদেশের রাস্তায় মহিলার ঠোঁটে চুমু যুবরাজ সিংয়ের? 'স্ত্রী থাকতে এভাবে...'
বিদেশের রাস্তায় মহিলার ঠোঁটে চুমু যুবরাজ সিংয়ের?
Follow Us:
| Updated on: Apr 08, 2024 | 8:34 PM

২০১৬ সালে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং বিয়ে করেছিলেন অভিনেত্রী হ্যাজেল কিচ। তাঁদের বৈবাহিক সম্পর্ক নিয়ে এ যাবৎ কোনও প্রশ্ন ওঠেনি। সন্তানসন্ততি নিয়ে দিব্য আছেন তাঁরা। কিন্তু এ কী! বিদেশের রাস্তায় অন্য মেয়ের ঠোঁটে চুমু যুবরাজ সিংয়ের? এক ভিডিয়ো ভাইরাল হতেই প্রাক্তন এই অলরাউন্ডারকে ঘিরে চলছে তীব্র সমালোচনা। রেগে আগুন নেটিজেনদের একটা বড় অংশ। একজন লিখেছেন, “লজ্জা করে না! স্ত্রী থাকতে এই সব করছেন? আর একজনের বক্তব্য, “লজ্জা লাগা দরকার, আপনাকে ভাল ভাবতাম।”

ডিজিটাল দুনিয়ায় ভাইরাল কন্টেন্টের সত্যতা যাচাই করেন না অনেকেই। যা দেখেন বিশ্বাস করে নেন তাই-ই। এ ক্ষেত্রেও হয়েছে ঠিক তেমনটাই। ভাইরাল ভিডিয়ো ভাল করে লক্ষ করলেই দেখা যাবে যে মানুষটি চুমু খাচ্ছেন তিনি আদপে যুবরাজ সিং নন, তাঁর সঙ্গে ওই ব্যক্তির মুখের মিল রয়েছে ঠিকই, তবে এই সমালোচনা তাঁর প্রাপ্য নয় মোটেই। ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় থাকবেন যুবরাজ সিং। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জেতে ভারত। টুর্নামেন্টে সেরার পুরস্কার জিতেছিলেন যুব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও বর্ণময় কেরিয়ার ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের।

তবে শুধু ক্রিকেটিয় কেরিয়ারই নয়, ব্যক্তিগত জীবনেও দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে এসেছিলেন আলোচনায়। শোনা যায়, সম্পর্কে রণবীরের আগমনের কারণের বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। যদিও এই নিয়ে দীপিকা কোনওদিন মুখ খোলেননি। আপাতত দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার তাঁর।