‘আমি ছিন্নভিন্ন, আমি বিধ্বস্ত’, কেন এই কথা লিখলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী?
ছিন্নভিন্ন, বিধ্বস্ত অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। সবার কাছে সাহায্যের আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন অভিনেত্রী
“আমি ছিন্নভিন্ন, আমি বিধ্বস্ত। আমি নিঃশ্বাস নিতে পারছি না এটা লেখার সময়। আমাকে এই লড়াইটা লড়তেই হবে।” বুধবার রাতে সাংসদ–অভিনেত্রী মিমি চক্রবর্তীর হঠাৎই এই পোস্ট। কিন্তু কেন? তাঁর জীবনে হঠাৎ কী ঘটল যে এমন পোস্ট করলেন অভিনেত্রী?
মিমি চক্রবর্তীকে যাঁরা ফলো করেন তাঁরা জানেন, মা–বাবা বাদে অভিনেত্রীর জীবনের বাকি অংশ জুড়ে রয়েছে তাঁর দুই ছেলে। দুই পোষ্য চিকু এবং ম্যাক্স। চিকু আট বছরের ল্যাব্রাডর আর ম্যাক্স চার বছরের সাইবেরিয়ান হাস্কি। তাঁর বড় ছেলে চিকুর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার।
আরও পড়ুন:বলিউডে কি প্রাপ্র্য সম্মান পাননি শরমন? মুখ খুললেন অভিনেতা
সবার কাছে সাহায্যের আর্জি জানিয়ে অভিনেত্রী লেখেন, “আপনাদের সাহায্য প্রয়োজন। আমার বড় ছেলে চিকু আট বছরের ল্যাব্রাডর সে ক্যান্সার আক্রান্ত।ভাইরাস তার শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে। শহরের চিকিৎসকরা হাত তুলে দিয়েছেন, কোনও সার্জারি করা যাবে না।চেন্নাইয়ের কোনও পশু চিকিৎসক যদি কারোর চেনা থাকে তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন।”
View this post on Instagram
ছেলে অসুস্থ হলে মায়ের মন কাঁদবে না, তা কখনও হয়! যতই ব্যস্ততা থাকুক না কেন ছেলেদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে সবসময় ভালবাসেন মিমি। কেক কেটে দারুণভাবে তাদের জন্মদিন পালন করেন। কখনও ছাদে তাদের সঙ্গে খেলতে খেলতে নিজেই ছোট হয়ে যান। তাঁর সবটা জুড়ে শুধু চিকু আর ম্যাক্স।দ্রুত সুস্থ হয়ে উঠুক মিমির আদরের বড়ছেলে। এটাই এখন সবার প্রার্থণা।