Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ears And Cotton Buds: ইয়ার বাডস দিয়েই কান চুলকোনো অভ্যাস? ঠিক করছেন তো…

Ear Cleaning Tips: অহেতুক কানে খোঁচাখুঁচি করবেন না। প্রয়োজনে ময়লা নিজেই বাইরে বেরিয়ে আসবে। খুব সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন

| Edited By: | Updated on: Jan 26, 2023 | 9:30 AM
কান চুলকুলে খুবই অস্বস্তি হয়। তখন মনে হয় হাতের সামনে যা কিছু থাক না কেন তা দিয়ে চুলকে নিলেই হল। তবে কানে সব কিছু দিয়ে খোঁচাখুঁচি করা ঠিক নয়। এতে সংক্রমণের সম্ভাবনা থেকে যায়।

কান চুলকুলে খুবই অস্বস্তি হয়। তখন মনে হয় হাতের সামনে যা কিছু থাক না কেন তা দিয়ে চুলকে নিলেই হল। তবে কানে সব কিছু দিয়ে খোঁচাখুঁচি করা ঠিক নয়। এতে সংক্রমণের সম্ভাবনা থেকে যায়।

1 / 7
আর তাই খুব প্রয়োজন হলে কটন বাডস দিয়েই কান পরিষ্কার করে নেওয়া ভাল। তবে কানের ময়লা নিয়মিত পরিষ্কার করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আর তাই খুব প্রয়োজন হলে কটন বাডস দিয়েই কান পরিষ্কার করে নেওয়া ভাল। তবে কানের ময়লা নিয়মিত পরিষ্কার করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

2 / 7
কারণ কান আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কান আমাদের শুনতে আর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর তাই কানের যত্ন নেওয়া প্রয়োজন। কানে কোনও সমস্যা হলে সেখান থেকে জটিল কোনও রোগ হতে পারে।

কারণ কান আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কান আমাদের শুনতে আর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর তাই কানের যত্ন নেওয়া প্রয়োজন। কানে কোনও সমস্যা হলে সেখান থেকে জটিল কোনও রোগ হতে পারে।

3 / 7
অনেকেই কান কটকট করলে সঙ্গে সঙ্গে কটন বাটস বা কান খুশকি দিয়ে খোঁচাখুঁচি করেন। কিন্তু এই কান পরিষ্কার করা কতটা যুক্তিযুক্ত?

অনেকেই কান কটকট করলে সঙ্গে সঙ্গে কটন বাটস বা কান খুশকি দিয়ে খোঁচাখুঁচি করেন। কিন্তু এই কান পরিষ্কার করা কতটা যুক্তিযুক্ত?

4 / 7
চিকিৎসকরা বলছেন কানে খোঁচাখুঁচি করলে সেখান থেকে সমস্যা বেশি হয়। কানের ভিতর যে ময়লা জমে তা নিজে থেকেই বেরিয়ে আসে। কানের ভিতর একটি তরল তৈরি হয় যা ওয়াক্স নামে পরিচিত। এই তরলে ময়লা আটকে যায় এবং পরে তা নিজের মত করে বাইরে বেরিয়ে আসে।

চিকিৎসকরা বলছেন কানে খোঁচাখুঁচি করলে সেখান থেকে সমস্যা বেশি হয়। কানের ভিতর যে ময়লা জমে তা নিজে থেকেই বেরিয়ে আসে। কানের ভিতর একটি তরল তৈরি হয় যা ওয়াক্স নামে পরিচিত। এই তরলে ময়লা আটকে যায় এবং পরে তা নিজের মত করে বাইরে বেরিয়ে আসে।

5 / 7
কান বেশি খোঁচালে সেখান থেকে ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। ব্যাথা, পুঁজ ইত্যাদি হতে পারে। এছাড়া মাথায় রাখতে হবে যে বাডস ব্যবহারের সময় অসাবধানতার কারণে কানের পর্দায় আঘাত লাগতে পারে। পরবর্তীতে কানে শুনতে অসুবিধে হয়। এছাড়াও কানে তুলো থেকে যেতে পারে।

কান বেশি খোঁচালে সেখান থেকে ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। ব্যাথা, পুঁজ ইত্যাদি হতে পারে। এছাড়া মাথায় রাখতে হবে যে বাডস ব্যবহারের সময় অসাবধানতার কারণে কানের পর্দায় আঘাত লাগতে পারে। পরবর্তীতে কানে শুনতে অসুবিধে হয়। এছাড়াও কানে তুলো থেকে যেতে পারে।

6 / 7
কানে ময়লা জমে থাকে না। নিজে থেকে তা বাইরে বেরিয়ে আসে। তাই যদি মনে হয় যে ময়লা কানে বসে শক্ত হয়ে গিয়েছে তাহলে সরাসরি চিকিৎসকের কাছে যান। তিনি নিজেই পরিস্থিতি বুঝে ওষুধ দিয়ে দেবেন।

কানে ময়লা জমে থাকে না। নিজে থেকে তা বাইরে বেরিয়ে আসে। তাই যদি মনে হয় যে ময়লা কানে বসে শক্ত হয়ে গিয়েছে তাহলে সরাসরি চিকিৎসকের কাছে যান। তিনি নিজেই পরিস্থিতি বুঝে ওষুধ দিয়ে দেবেন।

7 / 7
Follow Us: