চামড়ার অধিকাংশ রোগ হয় তোয়ালে থেকে; জানুন তোয়ালে ব্যবহার করার সঠিক নিয়ম
বেশির ভাগ সময় ব্যবহারের পর তোয়ালে মেলে রাখা হয় বাড়ির বারান্দায় কিংবা ছাদে। নানা ধরনের পোকা-মাকড় এসে বসতে পারে তাতে। বিষাক্ত পোকার লালা, মল তোলায়েতে লেগে থাকতে পারে।
প্যান্ডেমিক হওয়ার পর থেকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখছি বেশি। নিয়মিত হাত ধোয়া, বাইরে থেকে এসে জামা-কাপড় পরিষ্কার করা, মাস্ক পরা, খেতে বসার আগে ফের হাত ধোয়া – এসব আমাদের চলছেই। কিন্তু তোয়ালে? যে বস্তুটির সাহায্যে আমরা ভেজা শরীর মুছি, হাত মুছি, মুখ মুছি, তাতে জীবাণু নেই তো? ভেবে দেখেছেন কখনও?
তোয়ালে হয়ে উঠতে পারে রোগের বাসা। ক্ষতিকারক জীবাণুদের আঁতুড় ঘর বলা হয় এই গা মোছার কাপড়টিকে। তার উপর যদি ব্যবহার করা তোয়ালে নিয়মিত না পরিষ্কার করা হয়, সেই আঁতুড় ঘর জন্ম দিতে পারে ত্বকের নানা সমস্যার। চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন তোয়ালের কারণেই মুখের ব্রণ, চামড়ায় ঘা, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ত্বকে।
কোনও ধরনের মারাত্মক ঘা কিংবা ব়্যাশ বেরোল শরীরে। এর কারণ কিন্তু হতে পারে তোয়ালে। বেশির ভাগ সময় ব্যবহারের পর তোয়ালে মেলে রাখা হয় বাড়ির বারান্দায় কিংবা ছাদে। নানা ধরনের পোকা-মাকড় এসে বসতে পারে তাতে। বিষাক্ত পোকার লালা, মল তোলায়েতে শুটিয়ে লেগে থাকতে পারে। সেটি ত্বকের সংস্পর্শে এলে ব়্যাশ বেরতে পারে। হতে পারে মারাত্মক স্কিন এলার্জি।
ফলত, জীবাণুর বাসা নষ্ট করতে, নোংরা দূর করতে কিংবা ত্বককে বাঁচাতে নিয়মিত তোয়ালে ধুয়ে ব্যবহার করুন। চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন, একটি তোয়ালে তিনবার ব্যবহার করার পর ধুয়ে ফেলাই বাঞ্ছনীয়। তাতেই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকতে পারে। বাড়তি তোয়ালে রেখে দিন ঘরে। একটি ব্যবহারের পর ধুয়ে দিলে অন্যটি ব্যবহার করতে পারবেন অনায়াসে।
আরও পড়ুন: Eye Care Tips: বর্ষাকালে চোখের বিশেষ যত্ন নিন, নয়তো ভয়ঙ্কর ক্ষতি হতে পারে
আরও পড়ুন: Milind Soman: স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা হাতে নিয়ে ৫৬ কিমি দৌড়লেন মিলিন্দ