Research About Constipation: বাতকর্মের নিরিখে মহিলাদের চেয়ে এগিয়ে পুরুষ জাতি, এমনটাই জানাচ্ছে সমীক্ষা
Constipation In Men and Women: সম্প্রতি ব্রিটেনে ১৪২,৭৬৮ জন মানুষের মধ্যে গবেষণা চালানো হয়। যাঁর মধ্যে মহিলার সংখ্যা ছিল ১১০,৬২৭ ও পুরুষের সংখ্যা ৩২,০২৩। এর মধ্যে ১৩ শতাংশ পুরুষ ও ২৩ শতাংশ মহিলাই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন।
মানুষের একটি সাধারণ সমস্যা হল কোষ্ঠকাঠিন্যের (Constipation) সমস্যা। অনেকেই এই সমস্যার শিকার হন। হাজার চিকিৎসা করেও এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যর্থ হন অনেকে। তবে শুধু আপনিই নয়, গোটা বিশ্বে এমন হাজার-হাজার মানুষ এই সমস্যার শিকার। হ্যাঁ, এমনটাই বলছে গবেষণা। সম্প্রতি এক গবেষণায় এই বিষয়ে উঠে এসেছে বহু অজানা তথ্য। গবেষণা (Research) অনুসারে, পুরুষদের থেকে মহিলারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় বেশি ভোগেন। অন্যদিকে জানা গিয়েছে পুরুষরা মহিলাদের থেকে বেশি সময় বাথরুমে কাটান। এছাড়া বাতকর্মের দিক থেকেও মহিলাদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছে পুরুষ জাতি।
সম্প্রতি ব্রিটেনে ১৪২,৭৬৮ জন মানুষের মধ্যে গবেষণা চালানো হয়। যাঁর মধ্যে মহিলার সংখ্যা ছিল ১১০,৬২৭ ও পুরুষের সংখ্যা ৩২,০২৩। এর মধ্যে ১৩ শতাংশ পুরুষ ও ২৩ শতাংশ মহিলাই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। অন্যদিকে ১৭.০৫ শতাংশ পুরুষের মধ্যে ডায়ারিয়ার সমস্যায় দেখা গিয়েছে। মহিলাদের মধ্যে এই সমস্যার শিকার ১৪.০৭ শতাংশ। অন্যদিকে মহিলাদের মধ্যে আইবিএসের (Irritable Bowel Syndrome)সমস্যা পুরুষদের তুলনায় বেশি। গবেষণায় অংশগ্রহণকারী ১০.০১ শতাংশ পুরুষের মধ্যে আইবিএসের সমস্যা দেখা গিয়েছে। যেখানে মহিলাদের মধ্যে আইবিএসে আক্রান্তর পরিমাণ ১৯.০১ শতাংশ। এর কারণ হিসেবে গবেষকরা দায়ী করছেন যৌন হরমোন ক্ষরণের তারতম্যকে।
এর পাশাপাশি এই গবেষণায় উঠে এসেছে আরও অবাক করা তথ্য। মেয়েদের তুলনায়, ছেলেরা বাথরুমে ৫.২৬ মিনিট বেশি সময় খরচ করেন। তবে গবেষকদের মতে এই অভ্যাস শরীরের জন্য ভাল। এতে রক্ত সঞ্চালন ভাল হয়। ‘বিগ পু’-এর গবেষণা অনুসারে, সারাদিনে বাতকর্মের নিরিখেও মহিলাদের থেকে এগিয়ে পুরুষ জাতি। একদিনে প্রায় ৮ বার বাতকর্ম করেন মহিলারা। আর পুরুষদের বাতকর্মের সংখ্যা ৯। শুধু তাই-ই নয় কম বয়সী পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যাটা বেড়ে ১০-এর কাছাকাছিও হয়।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।