Telangana Medical infrastructure: চিকিৎসা পরিকাঠামো উন্নত করতে তেলেঙ্গানায় বিশেষ উদ্যোগ ভারত সরকারের
Telangana: সম্প্রতি রাজ্যসভায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে দেশজুড়ে এমবিবিএস এবং পিজি-তে আসনের সংখ্যা বাড়ানো হবে
চিকিৎসা পরিকাঠামো উন্নত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হায়দরাবাদে। হায়দরাবাদের কাছে বিবি নগরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মোডিক্যাল সায়েন্স- গড়ে তুলেছে ভারত সরকার। AIIMS- প্রতিষ্ঠায় খরচ হয়েছে ১০২৮ কোটি টাকা। এছাড়াও সনত নগরে ESIC হাসপাতালে একটি নতুন ওপিডি ব্লক এবং চিকিৎসার সুবিধার্থে আরও একটি নতুন ব্লকও বানানো হয়েছে। ওয়ারাঙ্গলে সরকারি হাসপাতালের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২৪০ কোটি টাকা। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে হায়দরাবাদের গ্রামে মোট ৪,৫৪৯ টি নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়াও হাসপাতাল গড়তে খরচ হয়েছে ৯০২ কোটি টাকা। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) এর একটি আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে তেলেঙ্গানায়। আর নতুন এই কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ কোটি টাকা। এছাড়াও তেলেঙ্গানায় রাজ্য জুড়ে ৩১.২ লক্ষ নতুন সুলভ শৌচালয় গড়ে তোলা হচ্ছে। তেলেঙ্গানায় মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা নিয়ে এর আগেও বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছিল সেই সরকারের পক্ষ থেকে।
সম্প্রতি রাজ্যসভায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে দেশজুড়ে এমবিবিএস এবং পিজি-তে আসনের সংখ্যা বাড়ানো হবে। ২০১৪ সালে দেশে আসনের সংখ্যা ছিল ৫১,৩৪৮টি। ২০২২-২৩ সালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৯০ শতাংশ। এখন আসন সংখ্যা দাঁড়িয়েছে ৯৬,০৭৭। ২০১৪ সালে পিজিতে আসন সংখ্যৈ ৩১, ১৮৫ থেকে বেড়ে দাঁড়িয়েছিল ১০৫ শতাংশে। এবছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪,০৫৯। ২০১৪ থেকে ২০২২ এই ৭ বছরের মধ্যে বেড়েছে AIIMS-এর সংখ্যাও। তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। ২০২৫ সালের মধ্যে আরও ৯টি AIIMS তৈরি হওয়ার কথা রয়েছে।
গত সাড়ে আট বছর ধরে মোদী সংকার চিকিৎসা স্বাস্থ্যে উন্নতির জন্য একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে অত্যাধুনিক মানের চিকিৎসা পৌঁচ্ছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করা, সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করা, বিনামূল্যে ভ্যাকসিন এবং আয়ূষ প্রকল্প চালু করা হয়েছে। এছাড়াও সুলভ শৌচালয়ের সংখ্যা আগের থেকে অনেক বেশি বাড়ানো হচ্ছে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন প্রকল্পের মাধ্যমেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রামের দিকে সব বাড়িতেই শৌচালয় বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত ভাবে যাতে জঞ্জাল সাফ করা হয় তার জন্য বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে। জল দূষণও আগের থেকে তুলনামূলক ভাবে অনেকটাই কমেছে।