Coronavirus Oral Symptoms: জ্বর ও মুখের স্বাদ চলে যাওয়াই নয়, রয়েছে আরও কিছু কঠিন উপসর্গ!

কোভিডের আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। নয়া স্ট্রেন করোনাভাইরাসের (Coronavirus) ভয়ংকর রূপে তটস্থ সকলেই। কী করলে আর কী খেলে করোনা প্রতিরোধ করা যাবে, তা নিয়ে চিন্তার শেষ নেই।

Coronavirus Oral Symptoms: জ্বর ও মুখের স্বাদ চলে যাওয়াই নয়, রয়েছে আরও কিছু কঠিন উপসর্গ!
ছবিটি প্রতীকী
Follow Us:
| Updated on: Apr 11, 2021 | 11:56 AM

প্রথমবার করোনাভাইরাসের প্রভাবে কী কী উপসর্গ দেখা গিয়েছিল, তা নিয়ে বিশদে জ্ঞান রয়েছে মানুষের। কিন্তু দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সঠিক উপসর্গগুলি চিহ্নিত করতেই হিমশিম খাচ্ছেন চিকিত্‍সকরা। কোভিডে আক্রান্তের ৬০ শতাংশের বেশি রোগীর মুখের স্বাদ চলে যাওয়া অত্যন্ত সাধারণ একটি উপসর্গমাত্র। ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথের সাম্প্রতিক গবষেণায় উঠে এসেছে নয়া তথ্য। নেচার মেডিসিন নামক একটি বৈজ্ঞানিক পত্রিকায় উল্লেখ করা হয়েছে, কোভিড আক্রান্তের অধিকাংশই মুখের নানান সমস্যার (Coronavirus Oral Symptoms) সম্মুখীন হন। যে সংক্রমণগুলি মানুষ ঠিকভাবে গুরুত্ব দেন না ঠিকই, কিন্তু সেইগুলি পরবর্তীকালে বিরাট আকার ধারণ করতে পারে।

মুখের ভিতর শুকিয়ে যাওয়া

সম্প্রতি গবেষণায় বলা হচ্ছে, কোভিড আক্রান্তদের মধ্যে সবচেয়ে স্বাভাবিক একটি পার্শ্বপ্রতিক্রিয়া। শরীরে স্যালিভা (saliva) উত্‍পন্ন কম হওয়ায় মুখের বিতর শুকনো শুকনো ভাব তৈরি হয়। এই স্যালিভা মুখের ভিতর বাজে ব্যাকটেরিয়াগুলিকে প্রতিরোধ করতে সাহায্য করে। হজমের জন্য প্যাথোজেন উত্পন্ন না হওয়ায় সঠিকভাবে পাচন হয় না। স্যালিভার আকার মোটা হয়ে যাওয়ায়, মুখ শুকনো হয়ে যায়। সবসময় ক্লান্তির ভাব লক্ষণ করা যায়। এরফলে মুখের ভিতর খাবার ঠিকভাবে চিবানোর সময় সমস্যা দেখা দিতে পারে। মুখ শুকনো হয়ে যাওয়া দুর্গন্ধও হতে দেখা যায়।

মুখের মধ্যে ক্ষতস্থান তৈরি হওয়া

করোনা সংক্রমণের জেরে মুখের মধ্যে প্রচুর ক্ষতস্থান তৈরি হয়। ভাইরাসের প্রভাবে মুখের পেশিগুলিতে হানা দেয়।দাঁতে ব্যাথা, চোয়ালে ব্যাথার মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষণ করা যায়। এই কারণে পছন্দের অনেক খাবার খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এমনকি অনেকের মুখের মধ্যে আলসারের উপসর্গও দেখা গিয়েছে।

জিভের উপরিভাগ পুড়ে যাওয়া

কোভিড আক্রান্তের মধ্যে এই উপসর্গ অত্যন্ত আলোচিত একটি লক্ষণ। গবেষণা অনুসারে, কোভিড সংক্রমণের জেরে জিভের উপরিভাগে জ্বলন্ত সংবেদনের অনুভব হতে বাধ্য হয়। বহু বিশেষজ্ঞের মতে, কোভিড রোগীদের জিভের ত্বকের উপর গুঁড়ি-গুঁড়ি ফোস্কা বের হয়।

জিভের রঙ পালটে যায়

সংক্রমণের কারণে জিভের রঙ পরিবর্তন হতে দেখা গিয়েছে বহু রোগীর। জিভের টেক্সার পালটে যাওয়ায় মুখের জ্বালাভাব, ফোলাভাব তৈরি হয়। মুখের ভিতর প্যাথোজেনের ঘাটতি হওয়ায় ঠোঁট, জিভের উপরিভাগে জ্বালা জ্বালা ভাব অনুভব হতে দেখা যায়। দৈনন্দিন জীবনে এমন সমস্যায় বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

জ্বর ও মুখের স্বাদ চলে যাওয়া ছাড়াও রয়েছে আরও কতকগুলি উপসর্গ, যা এড়িয়ে যাওয়া মোটেই ঠিক নয়। সংক্রামিত হয়েছেন, বুঝবেন কীভাবে, তা মুখের ভিতর এই উপসর্গ দেখা দিলেই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। পারলে কোভিড টেস্ট করিয়ে নিতে পারেন।