Female Reproductive Disorders: ওবেসিটি, PCOS এবং অতিরিক্ত রক্তপাতের কারণ বাধা হতে পারে মাতৃত্বে! বলছে সমীক্ষা
অতিরিক্ত ওজন থেকে একাধিক শারীরিক সমস্যা আসে। পিসিওএস, এন্ডোমেট্রিওসিসের সমস্যার জন্যও কিন্তু দায়ী এই ওবেসিটির সমস্যা
ওবেসিটি (Obesity) বা স্থূলতার সমস্যা আগের তুলনায় এখন অনেকখানি বেড়েছে। লকডাউনে ( Lockdown) দীর্ঘদিন গৃহবন্দি, একটানা বসে কাজ করে যাওয়া এই সব সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে আরও অনেকগুণ। আর ওবেসিটির সমস্যা থাকলেই কিন্তু সেখান থেকে আসে PCOS-এর মতো সমস্যাও। যদিও এটি পুরোপুরি হরমোন ঘটিত অসুখ তবুও অতিরিক্ত ওজন বৃদ্ধি এই রোগের অন্যতম গুরুত্বপূর্ণ উপসর্গ। সম্প্রতি পি এলওএস মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণা। যে খানে বলা হয়েছে- স্থূলতার সঙ্গে বন্ধ্যাত্যের ( Reproductive Disorder) বিশেষ সম্পর্ক রয়েছে। অতিরিক্ত ওজন বেড়ে গেলে বিপাক ক্রিয়া যেমন ঠিকমতো হয় না তেমনই কিন্তু হরমোনও ঠিকমতো কাজ করে না। সম্প্রতি ইউরোপে ২,৫৭, ১৯৩ জন মহিলার উপর এই সমীক্ষা চালানো হয়েছে। আর সেখানেই দেখা গিয়েছে যাঁদের ওজন বেশি তাঁদের মধ্যে একাধিক স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। এমনকী অনেক ক্ষেত্রে সন্তান ধারণেও এই অতিরিক্ত ওজন বাধার সৃষ্টি করেছে।
ইংল্যান্ডে বিষয়টি নিয়ে আরও গভীরে গবেষণা করা হয়েছে। সেখানেও কিন্তু উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। ওবেসিটি, পিরিয়ডস সংক্রান্ত সমস্যা এসবই কিন্তু জিনগত। বেশিরভাগেরই রোগ সংক্রান্ত পূর্ব ইতিহাসে এই সব সমস্যার কিন্তু উল্লেখ রয়েছে। অনেক মহিলাই এন্ডোমেট্রিওসিস, অতিরিক্ত রক্তপাত, প্রি-ক্ল্যাম্পশিয় এসব সমস্যায় ভুগছেন। আর এরকম সমস্যা থাকলে মহিলাদের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, কোমর থেকে নিতম্বের মধ্যবর্তী অংশে বেশি চর্বি জমা হওয়া এসব লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে। শুধু তাই নয় পিসিওডি, পিসিওএস, ফাইব্রয়েড, অতিরিক্ত রক্তপাত এসবের সঙ্গেই কিন্তু সম্পর্ক রয়েছে গর্ভধারণের। এই সব সমস্যা থাকলে গর্ভধারণ কিন্তু বেশ অসুবিধার।
তবে সব সমস্যারই সমাধান রয়েছে। এক্ষেত্রে মহিলাদের নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকতে হবে। তিনি যে ভাবে বলবেন সেই ভাবেই কিন্তু চলতে হবে। অতিরিক্ত ওজন বরাবরই প্রজননের ক্ষেত্রে প্রভাব ফেলে। যে কারণে সব সময় ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়। ওজন কমলে কিন্তু অনেক রকম সমস্যার হাত থেকেও রেহাই পাওয়া যায়। ওষুধ অবশ্যই খাবেন, প্রয়োজন মত। কিন্তু তার সঙ্গে ডায়েটও মেনে চলা জরুরি। ওজন কমলে কিন্তু অনেক সমস্যারই দ্রুত সমাধান সম্ভব।
এখন বেশিরভাগ মেয়েই পিসিওএসের সমস্যায় ভুগছেন। হরমোনের প্রভাব এক্ষেত্রে মুখ্য হলেও জীবনযাত্রাও কিন্তু অনেকখানি দায়ী। তাই প্রথমেই বদল আনুন রোজকার অভ্যাসে। পুষ্টিকর ডায়েট করুন, ক্যালোরি মেপে খাবার খান। সেই সঙ্গে অবশ্যই নিয়ম করে শরীরচর্চা করুন। সুস্থ থাকতে ওজন কমানো কিন্তু সবচেয়ে বেশি জরুরি।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।