Coronavirus: কোভিড আক্রান্ত হওয়ার ৩ জন বয়স্কর মধ্যে ১ জন ভুগছেন জটিল সমস্যায়!
যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন, বিশেষত যাঁদের বয়স ৬৫-এর উপর তাঁরা কোভিড থেকে সেরে উঠলেও দেখা দিচ্ছে একাধিক স্বাস্থ্য জটিলতা। বেসিরভাগই হার্ট, কিডনি, ফুসফুসের অসুখে ভুগছেন।
কোভিডের এই তিন তরঙ্গে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন। আর সেই তালিকায় কিন্তু বয়স্কদের সংখ্যা সবচেয়ে বেশি। যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁরাই কিন্তু সবচেয়ে আগে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। তবে গত বছর যাঁরা ডেল্টায় আক্রান্ত হয়েছেন, বিশেষত বয়স্করা তাঁদের মধ্যে কিন্তু নানা রকম সমস্যা আসছে। অনেকেই কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর নিয়মিত চেকআপের মধ্যে থাকেননি। আর যে কারণে বাড়ছে জটিলতা। মার্কিন যুক্তরাষ্ট্রের অপ্টাম ল্যাবস এবং হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের গবেষকরা জানিয়েছেন, বয়স্কদের মধ্যে হার্ট, কিডনি, ফুসফুস লিভারের সমস্যার পাশাপাশি মানসিক অসুস্থতাও কিন্তু দেখা দিচ্ছে। প্রতি তিনজনে আক্রান্তর মধ্যে একজনের শরীরে এই সব উপসর্গ থাকছেই।
২০২০ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং বয়স ৬৫ এর উপর এরকম ১,৩৩,৩৬৬ জনের উপর চালানো হয়েছিল এই সমীক্ষা। যাঁরা ২০২০-এর এপ্রিলে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্য জটিলতা দেখা দিয়েছে। আবার যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছিলেন কিন্তু রিপোর্ট ছিল নেগেটিভ তাঁদের ক্ষেত্রেও কিন্তু একাধিক সমস্যা এসেছে। মূলত শ্বাসযন্ত্রের সমস্যাতেই তাঁরা ভুগছেন। আর এই প্রত্যেকেরই বয়স ৬০-এর উপরে। যাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল, যাঁদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে হয়েছিল তাঁদের ক্ষেত্রেই কিন্তু পরবর্তীতে বেশি স্বাস্থ্য জটিলতা এসেছে। কোভিড পরবর্তী সময়ে সঠিক ভাবে নিজেদের চিকিৎসা করিয়েছেন মাত্র ৩২%। আর তাই তাঁদের ক্ষেত্রে গুরুতর কোনও সমস্যা আসেনি।
পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা দেখেছেন যাঁরা SARS-CoV-2 ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের প্রায় সকলের মধ্যেই শ্বাসকষ্টের সমস্যা, ফুসফুসে সংক্রমণ, ক্লান্তি, উচ্চরক্তচাপ এবং মানসিক নানা সমস্যার ইঙ্গিত ছিল। আর পুরুষদের মধ্যেই এই সমস্যা বেশি ছিল। যাঁদের বয়স ৭৫-এর ঊর্ধ্বে ছিল তাঁরা কিন্তু পোস্ট কোভিডে সবথেকে বেশি ভুগেছেন। সেই সঙ্গে গবেষকরা এটাও জানিয়েছেন যে, যাঁদের মধ্যে আগে থেকেই ডায়াবিটিস বা উচ্চরক্তচাপের সমস্যা ছিল তাঁদের মধ্যে কিন্তু ঝুঁকি অন্যদের তুলনায় একটু বেশিই। তবে কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও শরীর আমন্ত্রণ জানিয়েছে বেশ কিছু নতুন রোগকে। আর এটা অনেকের মধ্যেই দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু এভাবেই বাড়তে থাকবে। তবুও সতর্ক থাকতে হবে আমাদের। কেননা, কোভিড পরবর্তী সমস্যায় অনেক বেশি মানুষ ভুগছেন।
তৃতীয় তরঙ্গে যাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে রোগ-জটিলতা কম, কিন্তু বেশিরভাগই লং কোভিডের সমস্যায় ভুগছেন। ক্লান্তি, কাশি, মাথা ব্যথা, কোমরে ব্যথা এসব কিন্তু থেকে যাচ্ছে দীর্ঘদিন পর্যন্ত।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: School reopening: দীর্ঘ সময়ের পর স্কুল-পড়াশোনা, বাচ্চা অ্যাংসাইটিতে ভুগলে কী করবেন? রইল পরামর্শ