Smart Bra: ক্যান্সারের ঝুঁকি আগামী জীবনে? বলে দেবে আপনার অন্তর্বাস!
Smart Bra: ব্রা-তে রয়েছে ব্যাটারি। সাধারণত একবার চার্জ করলে প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে এই অন্তর্বাস। আপনার স্তনকে একবার সম্পূর্ণ স্ক্যান করতে লাগবে ৩০ মিনিট পর্যন্ত!
নাইজেরিয়া: শরীরের অঙ্গকে সঠিক আকারে রাখা মূলত অন্তর্বাসের কাজ। এবার সেই অন্তর্বাসই যদি হয়ে যায় ‘স্মার্ট’? না, সেক্ষেত্রেও অন্তর্বাস পরার জন্য আপনাকে নিজের হাতই কাজে লাগাতে হবে। স্মার্ট হওয়ার অর্থ এই যে, এই বিশেষ পোশাক আপনাকে এমন কিছু বাড়তি সুবিধা দেবে, যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে আগাম সাবধান করবে!
সম্প্রতি নাইজেরিয়ায় এমনই এক স্মার্ট ব্রা তৈরি করা হয়েছে, যা আপনার স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আগাম জানিয়ে দিতে সক্ষম। আফ্রিকার এক প্রত্যন্ত দেশ নাইজেরিয়া, আর এই দেশেই চলছে নিত্য-নতুন আবিষ্কার। সৌরশক্তিচালিত গাড়ি থেকে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, কম খরচে ও কম বিদ্যুতে চলে এমন প্রযুক্তির বহুল ব্যবহার সেই দেশে। নাইজেরিয়ার আবুজায় ওকেমিসোলা বোলারিনওয়া নামে রোবোটিক্স ইঞ্জিনিয়ার সম্প্রতি আবিষ্কার করেছেন এমন এক স্মার্ট ব্রায়ের, যা আপনাকে বাঁচাতে পারে আসন্ন বিপদ থেকে।
সূত্রের খবর, এই ব্রা আদতে আল্ট্রাসাউন্ড ইমেজিং প্ৰযুক্তি ব্যবহার করে। এই পদ্ধতিতে স্তনের অন্দরে বাড়তে থাকা টিউমারকে সহজেই চিহ্নিত করবে ব্রা। ওকেমিসোলার মতে, এই ধরনের ব্রা মোবাইল বা ওয়েব অ্যাপের মাধ্যমে আপনার স্তনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পাঠাবে ডাক্তারকে। সেক্ষেত্রে স্তন ক্যানসারের ঝুঁকিও এড়ানো যাবে সহজে, মত চিকিৎসকমহলের।
এই ব্রা-তে রয়েছে ব্যাটারি। সাধারণত একবার চার্জ করলে প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে এই অন্তর্বাস। আপনার স্তনকে একবার সম্পূর্ণ স্ক্যান করতে লাগবে ৩০ মিনিট পর্যন্ত, একবার স্ক্যান করেই স্তনের টিউমার শনাক্ত করতে পারবে এই ব্রা। এমনকী সেই টিউমার কতটা মারাত্মক, কোথায় টিউমার হওয়ার সম্ভাবনা, অ্যাপের মাধ্যমে তা-ও বলে দিতে পারবে ব্রা!
আপাতত স্থানীয় ট্রায়ালে প্রায় ৭০% পর্যন্ত সফল হয়েছে এই ব্রা। তবে সফলতার হার যাতে ৯৫-৯৭% হয়, তার চেষ্টায় দিনরাত এক করে ফেলছেন বোলারিনওয়া। নাইজেরিয়ার এই ইঞ্জিনিয়ার আসলে নেক্সটওয়্যার টেকনোলজি নামক এক সংস্থার কর্ণধার। সঠিক সময়ে চিকিৎসার অভাবে নিজের মাসিকে স্তন ক্যান্সারে মারা যেতে দেখে এই অন্তর্বাসের কথা মাথায় আসে তাঁর। আফ্রিকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার নেই, ক্লিনিকে পৌঁছতে গেলে বহু দূর যেতে হয়। সেই সমস্যা দূর করতেই নিজের বাড়িতে বসে ক্যান্সারের ঝুঁকি পরীক্ষা করার ব্যবস্থা হিসেবে এই ব্রা যে অসাধারণ ভাবনা, তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন চিকিৎসকরা। যদিও বাজারে কবে আসবে এই অন্তর্বাস, সে বিষয়ে খুব স্পষ্ট করে কিছু বলতে পারেননি বোলারিনওয়া।