Shani 2024: ২০২৫-এর আগে স্থান বদলাচ্ছে না শনিদেব! তবে সাড়ে সাতিতে সোনা ফলবে এই ৩ রাশির সংসারে

Zodiac Signs: জ্যোতিষ শনি ২০২৪ সালে তার রাশি পরিবর্তন করছে না।   পরের বছর মানে ২০০৫ সালে শনিদেব তার রাশি পরিবর্তন করবে। তবে নতুন বছরে শনির কৃপায়  প্রচুর সুযোগ-সুবিধা পাবেন, সঙ্গে ধনী হওয়ার মুকুটও জিততে পারেন ৩ রাশির জাতক-জাতিকারা। সেই তালিকায় আপনার রাশি আছে কিনা, তা দেখে নিন এখানে...

Shani 2024: ২০২৫-এর আগে স্থান বদলাচ্ছে না শনিদেব! তবে সাড়ে সাতিতে সোনা ফলবে এই ৩ রাশির সংসারে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 4:16 PM

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বর্তমানে কুম্ভ, মকর ও মীন রাশির ভাগ্যে চলছে শনির সাড়ে সাতি দশা। শুধু তাই নয়, কর্কট ও বৃশ্চিক রাশির উপরও রয়েছে ধাইয়ার প্রভাব। ২০২৫ সালে ফের শনিদেব রাশি পরিবর্তন করবেন। সেইসম মকর রাশির উপর চলবে শনির সাড়ে সাতি দশা, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা মুক্তি পাবেন সাড়ে সাতি দশা থেকে। ধাইয়া থেকে মুক্তি পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। কুম্ভ রাশির সাড়ে সাতি দশার শেষ পর্ব দেখা যাবে২০২৫-এ। তবে, শনি আগত বছরের মার্চ মাসে  বেশ কয়েকটি গ্রহ-নক্ষত্র রাশি পরিবর্তন করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি যে রাশিতে অবস্থান করবে, সেই রাশির কপালে জুটবে সাড়ে সাতি দশা ও ধাইয়া। তবে শুধু শনির দশায় সমস্যাই বৃদ্ধি পায়, তাই নয়, রাশির জাতকরা লাভবানও হন। সেই বিশেষ সুবিধা পেতে চলেছেন তিনটি রাশির জাতক-জাতিকারা।

জ্যোতিষ শনি ২০২৪ সালে তার রাশি পরিবর্তন করছে না।   পরের বছর মানে ২০০৫ সালে শনিদেব তার রাশি পরিবর্তন করবে। তবে নতুন বছরে শনির কৃপায়  প্রচুর সুযোগ-সুবিধা পাবেন, সঙ্গে ধনী হওয়ার মুকুটও জিততে পারেন ৩ রাশির জাতক-জাতিকারা। সেই তালিকায় আপনার রাশি আছে কিনা, তা দেখে নিন এখানে…

বৃষ রাশি: এই রাশির জাতকরা শনিদেবের অপার আশীর্বাদ পেয়ে প্রচুর সুযোগ সুবিধা পেতে পারেন। আর্থিক পরিস্থিতর উন্নতি হবে দেখার মত। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। ভাগ্য সহায় থাকবে প্রতিটি কাজে।

মিথুন রাশি: এই রাশির জাতকরা এ বছর সমাজে উচ্চপদ লাভ করবেন। তাদের পদমর্যাদা ও সম্মান বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। শনিদেবের রাশির পরিবর্তনে কর্মক্ষেত্রে ও সামাজিক অবস্থায় ঘটবে আমূল পরিবর্তন।

কন্যা রাশি: এই রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় পদোন্নতি সুযোগ পাবেন। অর্থ আসবে হু হু করে। ফলে আয়ের পথও খোলা থাকবে চতুর্দিকে।