Ind Vs Aus World Cup 2023: ২০ বছরের বদলা কি হবে? জ্যোতিষরা কিন্তু বলছে অন্য কথা…
IND vs AUS Prediction: স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সের পারফর্ম্যান্স বেশ উজ্জ্বল থাকবে। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে, ভারতকে অস্ট্রেলিয়ার এই তিন বড় খেলোয়াড়দের থেকে খুব সতর্ক থাকতে হবে। যে কোনও সময় ম্যাচের গতিপথ পরিবর্তন হতে পারে।
প্রাচীন যুগ থেকেই ভারতীয় সংস্কৃতিতে খেলা হল একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন ধর্মগ্রন্থেই বিভিন্ন খেলার উল্লেখ পাওয়া যায়। সত্যযুগ থেকে কলিযুগ, কৃষ্ণকথা থেকে মহাভারত, পুরাণ থেকে ধর্মগ্রন্থেই উল্লেখ রয়েছে বিভিন্ন প্রকার খেলার। প্রাচীন ভারতে তিরন্দাজি, কুস্তি, দাবা খেলার প্রসঙ্গ রয়েছে। প্রতিযোগিতা যেমন ছিল কঠিন, তেমনি প্রতিযোগীরাও ছিলেন তুখোর। তাই হারজিতের মধ্যে ছিল রক্ত গরম করা এক শত্রুতা। ভারত-পাকিস্তান, পাকিস্তান-আফগানিস্তান, ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচগুলির দিকে সারা বিশ্ব তাকিয়ে থাকেন একদৃষ্টিতে। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক দর্শকের হার্টবিট চলে হাইস্পিডে। আজও ঠিক তেমনি একটি দিন। করব, লড়ব আর জিতব। এমনটাই মানসিক প্রস্তুতির সঙ্গে ভারতীয় ক্রিকেট দল মাঠে নামতে চলেছে। গোটা বিশ্বকাপে ভারতের পারফর্ম্যান্স ছিল দেখার মতো। আজ প্রায় বদলার ম্যাচ হতে চলেছে। তাই ভারত নাকি অস্ট্রেলিয়া, কে জিতবে, সেই নিয়ে আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে সকলের মনে।
পাঁচবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে কি আজ ভারত বদলা নিতে পারবে? ২০০৩ সালের হারের স্মৃতি তাড়া করছে প্রত্যেক ভারতীয়দের মনে। তীরে এসে তরী ডুবে যাবে না তো! ম্যাচের আগেই যদি ম্যাচের ফল কেমন হতে পারে, তা জানার জন্য জ্যোতিষশাস্ত্র ঘেঁটে দেখা বেশ জরুরি। আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। দুবার বিশ্বকাপ জিতেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে পাঁচ-পাঁচটি বিশ্বকাপ। তাই লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই বাহুল্য। জ্যোতিষীদের মতে, উভয় দেশের অধিনায়ক ও প্রধান খেলোয়ারদের রাশিফল পাওয়া না গেলেও উভয় দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠা রাশি ও সূর্য সংক্রান্তির রাশফলের মাধ্যমে একটি জ্যোতিষশাস্ত্রীয় ইঙ্গিত পাওয়া যেতে পারে। তবে পুরোটাই ম্যাচে খেলোয়াড়দের পারফর্ম্যান্সের উপর নির্ভর করছে হারজিতের বিষয়।
২০২১ সালের নভেম্বরে ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে যোগ দিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তাঁর জন্ম ১১ জানুয়ারি, ১৯৭৩, রাত ১১টা ৫০মিনিট। জন্মস্থান মধ্যপ্রদেশের ইন্দোর। জন্ম ও জন্মস্থান অনুসারে, কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান ও বর্তমান কোচ রাহু দ্রাবিড়ের রাশি হল কন্যা। বর্তমানে চন্দ্র কেতুর বিমশোত্তরি দশা চলছে। এছাড়া কন্যা রাশির সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব। অন্যদিকে বৃশ্চিক রাশির তৃতীয় ঘরে মঙ্গলগ্রহের অফুরন্ত শক্তি অবস্থান করছে। সঙ্গে নবম ঘরে অবস্থান করছেন শনিদেব। ফলে তিনি একজন ধৈর্যশীল, শান্ত ও মৃদুভাষী ও প্রতিভাবান ক্রিকেট প্লেয়ার ও কোচ হিসেবে পরিচিত। তাঁর কোচিংয়ের নেতৃত্বে ভারত লাগাতার ম্যাচগুলি জিতে চলেছে। পৌঁছে গিয়েছে ফাইনালেও। অন্যদিকে গোটা টিমের উপরই চন্দ্রের প্রভাব পড়তে চলেছে। চন্দ্র ও কেতুতে বৃহস্পতির বিমশোত্তরী দশার প্রভাবে গোটা টিমের উপরই রয়েছে শুভ প্রভাব। তাই ফাইনাল ম্যাচে দুরন্ত পারফর্ম্যান্সের মধ্য দিয়ে বিশ্বকাপ জেতার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন জ্যোতিষীরা।
ভারতীয় সময় অনুযায়ী ১৭ নভেম্বর দুপুর ১টা ১৮ মিনিটে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। বৃশ্চিক রাশিতে সূর্যের প্রবেশের সময় গঠিত সংক্রান্তি রাশিতে, সিংহ রাশির ঊর্ধ্বগতি চলছে। অধিকাংশ গ্রহ নবম ঘরে বা তার অধিপতি মঙ্গলের সঙ্গে যোগসূত্র তৈরি করছে এই সময়। তবে কেতু খেলার ভাগ্যে তৃতীয় ঘরে বসে রয়েছে। যা বৃহস্পতির প্রভাবেও প্রভাবিত। অন্যদিকে, কেতুর রাশিচক্র শুক্র তার দুর্বল রাশি কন্যা রাশিতে থাকায়, দ্বিতীয় ঘরে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে পতন ঘটতে পারে। ভারতের সূর্য সংক্রান্তি কুণ্ডলীতে চতুর্থ ঘরে সূর্য, মঙ্গল ও বুধের মিলনে শনির দৃষ্টি একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় বেশ কিছু বড় ঘটনারও ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির ঊর্ধ্বগতি দেখা গিয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। এছাড়া এই দলের রাশির তৃতীয় ঘরের অধিপতি শনির দশম রাশি মঙ্গল, সূর্য ও বুধে পতিত হতে চলেছে। এছাড়া রাশিতে গ্রহ ও নক্ষত্রের প্রভাবে অজি দলের তারকা খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সেরও ইঙ্গিত রয়েছে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সের পারফর্ম্যান্স বেশ উজ্জ্বল থাকবে। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে, ভারতকে অস্ট্রেলিয়ার এই তিন বড় খেলোয়াড়দের থেকে খুব সতর্ক থাকতে হবে। যে কোনও সময় ম্যাচের গতিপথ পরিবর্তন হতে পারে। তবে বর্তমানে বৃশ্চিক রাশিতে মঙ্গল ও সূর্যের উপস্থিতি ভারতের জন্য জয়ের একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি করছে।