G20 University Connect Program: ৩ মাসে ‘জি২০ ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামে’ যোগদান ৩২ বিশ্ববিদ্যালয়ের দেড় লক্ষ শিক্ষার্থীর

G20 University Connect Program: গত বছর ডিসেম্বরে জি২০-র সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। আর এর আওতায় জি২০ ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

G20 University Connect Program: ৩ মাসে ‘জি২০ ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামে’ যোগদান ৩২ বিশ্ববিদ্যালয়ের দেড় লক্ষ শিক্ষার্থীর
ফাইল ছবি Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 3:30 PM

নয়া দিল্লি: এ বছর জি-২০-র সভাপতিত্বে ভারত। গত বছর ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে ২০২৩ সালের জন্য সভাপতিত্ব পেয়েছে ভারত। এই প্রেক্ষিতে বছরভর দেশের বিভিন্ন প্রান্তে নানা জি২০ বৈঠক ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এইসব ইভেন্টে যোগ দিচ্ছেন দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিত্বরাও। সেই মর্মে আয়োজন করা হয়েছে জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামের (G20 University Connect Program)। সারাদেশ জুড়েই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই বছর সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রোগ্রাম। এর আওতায় স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জি-২০ থিম ভিত্তিক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মাত্র তিন মাসে এই প্রোগ্রামে ৩১টি শহরের ৩২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় লক্ষ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিদেশ মন্ত্রক ও উন্নয়নশীল দেশগুলির জন্য গবেষণা ও তথ্য ব্যবস্থা (আরআইএস)-র তরফে জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে। এর মূল লক্ষ্যই হল দেশের ৫৬টি জায়গার মোট ৭৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করা। এই বিষয়ে জি-২০ ভারতের বিশেষ সচিব এবং মেক্সিকোতে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত মুক্তেশ পরদেশী টুইটে জানিয়েছেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে নয়া দিল্লিতে জি-২০ ইউনিভার্সিটি কানেক্টের আয়োজন করেছিল আরআইএস। এই অনুষ্ঠানের প্রাইমার হিন্দি, ইংরেজি, অসমিয়া, তামিল, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, মালায়ালাম এবং বাংলা-সহ বেশ কয়েকটি ভাষায় প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা এটি ডাউনলোড করতে জি -২০ ওয়েবসাইটে যেতে পারেন।”

এই ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামের অধীনে স্কুল ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেশজুড়ে একাধিক বিশেষ প্রোগ্রাম আয়োজন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জি২০ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এইসব অনুষ্ঠানের আয়োজন করার কথা বলা হয়েছে। এই বছর জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। আর তা চলবে সেপ্টেম্বর মাস অবধি। ইউজিসি চেয়ারম্যান জগদীশ কুমার গত বছর ডিসেম্বরেই এই প্রোগ্রাম চালু করার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে উদ্যোগ নিতে বলেছিলেন।

কর্মসূচিতে কী কী কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে?

স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমাবর্তন, বার্ষিক দিবস, ক্রীড়া ইভেন্ট ও সেমিনারের আয়োজন করতে বলা হয়েছে। এই সমস্ত অনুষ্ঠানে জি-২০-র ব্র্যান্ডিং করতে বলা হয়েছে। সমস্ত প্রতিষ্ঠানকে ক্যাম্পাসে এবং এর আশেপাশে স্বচ্ছতা অভিযান চালাতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও NSS/NYKS ভলান্টিয়ারদের জি-২০ টি-শার্ট, ক্যাপ,রিস্ট ব্যান্ড ও ব্যাজ দেওয়া হতে পারে।