মধ্যপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৩৭
সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ
ভোপাল: ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। ৫৪ জনকে নিয়ে খাদে পড়ল বাস। চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের সিধি জেলার পাটনা গ্রামের ঘটনা। সিধি থেকে সাতনা যাচ্ছিল বাসটি।
দুর্ঘটনায় মৃতের সংখ্য়া বেড়ে ৩৭। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: ৪ বিধায়কের ইস্তফা, নির্বাচনের আগে পুদুচেরিতে ‘সংখ্যালঘু’ কংগ্রেস
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, একটি সেতু থেকে খালে পড়ে যায় বাসটি। খালের জলের তোড়েই ভেসে যায় বাস। সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে।
রাজধানী ভোপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি কার্যত জলের তোড়ে ভেসে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন দুই মন্ত্রী। অমিত শাহের সঙ্গে এ দিন একটি ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা ছিল রাজ্যের। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে সেই বৈঠক।
আরও পড়ুন: রাজ্য সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও কাজ হয়নি, অভিযোগ মহিলার
রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন ও পর্যন্ত ৩৭ জনের দেহ উদ্ধার হয়েছে। ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।