সাইকেল চেপে নেপাল যেতে চেয়েছিলেন ২ ফরাসি পর্যটক, গুগল ম্যাপ পৌঁছে দিল শুনশান বাঁধের উপরে!
Google Map: গ্রামবাসীরা ওই দুইজন বিদেশি পর্যটককে চুরেইলি বাঁধের কাছে সাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখেন। তারাই সাহায্যের জন্য চুরেইলি আউটপোস্টে নিয়ে যান। সেখানে পুলিশ তাদের জানান যে ভুল পথে চলে এসেছেন তাঁরা।
লখনউ: গুগল ম্যাপের ‘খেল’। কখনও বন্ধ রাস্তাকে দেখাচ্ছে ঝা চকচকে রাস্তা, কখনও আবার অর্ধেক সম্পূর্ণ ব্রিজে গাড়ি উঠিয়ে দিচ্ছে, যার জেরে দুর্ঘটনা ঘটছে। এবার গুগল ম্যাপ ঘোল খাওয়াল দুই বিদেশি পর্যটককে। যাওয়ার কথা ছিল নেপাল, চলে গেলেন চুরেইলি বাঁধে! কোথায় সেটা? না নেপালে নয়, এই জায়গায় উত্তর প্রদেশে। গুগল ম্যাপ অনুসরণ করেই সম্পূর্ণ ভুল রাস্তায় চলে গেলেন দুই ফরাসি পর্যটক।
জানা গিয়েছে, ব্রায়ান জ্যাকুস গিলবার্ট ও সেবাস্টিয়ান ফ্রাঙ্কোইস গ্যাব্রিয়েল নামক ওই দুই ফরাসি পর্যটক গত ৭ জানুয়ারি ভারতে আসেন। নয়া দিল্লি থেকে সাইকেল চালিয়ে তাঁরা নেপাল যাওয়ার পরিকল্পনা করেন। সেই মতোই গুগল ম্যাপ অন করে সাইকেল চালানো শুরু করেন। কিন্তু এ কোথায় পৌঁছে গেলেন!
শুক্রবার রাতে উত্তর প্রদেশের বরৈলিতে তাঁরা পৌঁছন। গ্রামবাসীরা ওই দুইজন বিদেশি পর্যটককে চুরেইলি বাঁধের কাছে সাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখেন। তারাই সাহায্যের জন্য চুরেইলি আউটপোস্টে নিয়ে যান। সেখানে পুলিশ তাদের জানান যে ভুল পথে চলে এসেছেন তাঁরা।
রাতটা গ্রামের প্রধানের বাড়িতেই থাকার ব্যবস্থা করে দেয় পুলিশ। সকাল হতেই তাদের নেপাল যাওয়ার সঠিক পথ বলে দেওয়া হয়। থানার অফিসার ইন চার্জ বলেন, “ওই দুইজন কাঠমাণ্ডু যাচ্ছিলেন। তাদের পিলভিট থেকে টনকপুর হয়ে নেপাল পৌঁছনোর কথা। রাতে গুগল ম্যাপ বরৈলির বাহেরি দিয়ে শর্টকাট রাস্তা দেখায়। সেই রাস্তা অনুসরণ করতে গিয়েই বাঁধের কাছে পৌছে যান দুই বিদেশি পর্যটক। রাত ১১টার সময় শুনশান এলাকায় সাইকেল নিয়ে ওই দুই পর্যটককে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষাও বুঝতে না পারায়, আমাদের কাছে নিয়ে আসেন।”