Chhattisgarh Encounter: একজনের মাথার দাম ৮ লাখ, আরেকজনের ৩ লাখ! সুকমায় এনকাউন্টারে খতম ২ নকশাল নেতা
Naxal Encounter: এখনও অবধি এনকাউন্টারে দুইজন নকশালের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জঙ্গলে আরও নকশালপন্থীরা লুকিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে।

রায়পুর: নকশাল দমন অভিযানে বড় সাফল্য। সোমবার সকালে ছত্তীসগঢ়ের (Chhattisgarh) সুকমায় ডিআরজি জওয়ান (DRG Jawan) ও নকশাল(Naxal)-দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই গুলি চালাতে তা নিমেষে এনকাউন্টারে পরিণত হয়। শেষ খবর অনুযায়ী, এনকাউন্টার অভিযানে এখনও অবধি দুইজন নকশালকে নিকেশ করা হয়েছে। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, সোমবার ভোরে সুকমার দান্তেসপুরম জঙ্গলে ডিআরজি জওয়ানদের সঙ্গে নকশালদের সংঘর্ষ শুরু হয়। এখনও অবধি এনকাউন্টারে দুইজন নকশালের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জঙ্গলে আরও নকশালপন্থীরা লুকিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে।
সূত্রের খবর, এনকাউন্টারে যে দুইজনকে নিকেশ করা হয়েছে, তারা দুইজনই নকশাল নেতা ছিলেন। নিহতদের নাম মাদকাম এররা ও পোদিয়াম ভীমে। মাদকাম এররা নকশাল কম্যান্ডার ছিলেন, তাঁর মাথায় ৮ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। অন্য়দিকে, পোদিয়াম নকশাল নেতা এররার স্ত্রী। তাঁর মাথাতেও ৩ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অটোমেটিক গান, আইইডি বিস্ফোরক সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। শীঘ্রই সেনার তরফে এই বিষয়ে বিবৃতি জারি করা হবে।
সুকমা পুলিশের তরফে জানানো হয়েছে, সুকমার ভেজি এলাকায় নকশালদের সঙ্গে এনকাউন্টার শুরু হয়েছে। সংঘর্ষে দুই নকশালকে নিকেশ করা হয়েছে, এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। সূত্রের খবর, চলতি মাসের শুরুতেই দান্তেওয়াড়ার আরানপুরের জঙ্গলে যেভাবে ডিআরজির কনভয়ে হামলা চালিয়েছিল, সেইরকমই হামলা চালানোর পরিকল্পনা ছিল আবার। গোপন সূত্রে খবর পেয়ে সেই ছকই বানচাল করে দেয় ডিআরজি।





