Bangladeshi nationals arrested: ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার পরিকল্পনা, আগরতলায় ধৃত ২৩ বাংলাদেশি

Bangladeshi nationals arrested: পুলিশ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে আগরতলা রেল স্টেশন ও ত্রিপুরায় একাধিক জায়গা থেকে অনেক বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়েছে। আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে আধিকারিকদের ধারণা।

Bangladeshi nationals arrested: ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার পরিকল্পনা, আগরতলায় ধৃত ২৩ বাংলাদেশি
আগরতলা স্টেশন থেকে গ্রেফতার করা হয় ২৩ বাংলাদেশি নাগরকিকে
Follow Us:
| Updated on: Jul 28, 2024 | 7:49 PM

আগরতলা: অবৈধভাবে ভারতে প্রবেশ। ত্রিপুরার আগরতলা রেল স্টেশন থেকে ২৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক দালালকেও। ধৃতদের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। বাংলাদেশের রাজশাহি ডিভিশনের চপাইনবাবগঞ্জ জেলায় তাদের বাড়ি।

ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এই বাংলাদেশিরা অবৈধভাবে কেন ভারতে প্রবেশ করেছিলেন? জিআরপি জানিয়েছে, ওই বাংলাদেশিরা আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পরিকল্পনা করেছিল। সেখান থেকে ভারতের বিভিন্ন রাজ্যে যেত। কাজের খোঁজে ওই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে জিআরপি।

কয়েকদিন আগেই দু’জন ভারতীয় দালালকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল। তারা অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ব্যবস্থা করে দিত বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে আগরতলা রেল স্টেশন ও ত্রিপুরায় একাধিক জায়গা থেকে অনেক বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়েছে। আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে আধিকারিকদের ধারণা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিমি সীমান্ত এলাকা রয়েছে। স্থানীয় সমস্যার জন্য ওই সীমান্তের অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। সেইসব এলাকায় দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে আনা হচ্ছে বলে প্রশাসনের ধারণা।